সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ১-৭

ইয়োব ৩২-৩৩

জানুয়ারি ১-৭

গান ১০৬ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ইলীহূ মন দিয়ে ইয়োবের কথা শুনছেন এবং তার কষ্ট বোঝার চেষ্টা করছেন

১. দুশ্চিন্তায় ডুবে রয়েছে এমন ভাই-বোনদের সান্ত্বনা দিন

(১০ মিনিট)

একজন ভালো বন্ধু হোন (ইয়োব ৩৩:১; অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ৭১০)

অন্যদের সম্বন্ধে ভুল ধারণা রাখবেন না বরং তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন (ইয়োব ৩৩:৬, ৭; প্রহরীদুর্গ ১৪ ৬/১৫ ২৫ অনু. ৮-১০)

ইলীহূর মতো প্রথমে অন্যদের কথা মন দিয়ে শুনুন এবং তারপর ভেবে-চিন্তে কথা বলুন (ইয়োব ৩৩:৮-১২, ১৭; প্রহরীদুর্গ ২০.০৩ ২৩ অনু. ১৭-১৮; প্রচ্ছদে দেওয়া ছবি দেখুন)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • ইয়োব ৩৩:২৫—কীভাবে এই পদ থেকে আমরা বুঝতে পারি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের সৌন্দর্য নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তা করা উচিত নয়? (প্রহরীদুর্গ ১৩ ১/১৫ ১৯ অনু. ১০)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. অন্যদের বিষয়ে চিন্তা করুন—যিশু কী করেছিলেন?

(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান এবং এরপর লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ১-২ আলোচনা করুন।

৫. অন্যদের বিষয়ে চিন্তা করুন—আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১২৭

৬. স্থানীয় প্রয়োজন

(১৫ মিনিট)

৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৪ এবং প্রার্থনা