জানুয়ারি ২২-২৮
ইয়োব ৩৮-৩৯
গান ১১ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. আপনি কি সৃষ্টির বিষয়গুলো ভালোভাবে দেখার জন্য সময় বের করেন?
(১০ মিনিট)
পৃথিবী সৃষ্টি করার পর যিহোবা সময় বের করে তাঁর কাজ পরীক্ষা করেছিলেন (আদি ১:১০, ১২; ইয়োব ৩৮:৫, ৬; প্রহরীদুর্গ ২১.০৮ ৯-১০ অনু. ৭)
স্বর্গদূতেরাও যিহোবার সৃষ্টির বিষয়গুলো ভালোভাবে দেখার জন্য সময় বের করেছিলেন (ইয়োব ৩৮:৭; প্রহরীদুর্গ ২০.০৮ ১৪ অনু. ২)
আমরা যদি সময় বের করে যিহোবার সৃষ্টির বিষয়গুলো ভালোভাবে দেখি এবং সেগুলোর জন্য কৃতজ্ঞ হই, তা হলে তাঁর উপর আরও বেশি করে নির্ভর করতে পারব (ইয়োব ৩৮:৩২-৩৫; প্রহরীদুর্গ ২৩.০৩ ১৭ অনু. ৮)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
ইয়োব ৩৮:৮-১০—যিহোবার তৈরি করা আইন থেকে আমরা তাঁর সম্বন্ধে কী শিখি? (অন্তর্দৃষ্টি-২, ইংরেজি ২২২)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) ইয়োব ৩৯:১-২২ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। আপনি যখন বুঝতে পারছেন, একজন ব্যক্তি কথা বলতে চাইছে না, তখন নম্রভাবে কথাবার্তা বন্ধ করে দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৩)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৫ মিনিট) ঘরে ঘরে প্রচার। আগের বার যার সঙ্গে আপনার কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে, তিনি সম্প্রতি তার কাছের মানুষকে মৃত্যুতে হারিয়েছেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)
৬. বক্তৃতা
(৫ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ১—মূলভাব: এখন যে-ঘটনাগুলো ঘটছে এবং লোকেরা যেরকম আচরণ করছে, সেগুলো দেখায় যে, শীঘ্রই এক বড়ো পরিবর্তন ঘটবে। (শিক্ষা দেওয়া পাঠ ১৬)
গান ১১১
৭. সৃষ্টি দেখার ফলে আমরা নিজেদের উপর নয় বরং যিহোবার উপর মনোযোগ দিতে পারি
(১৫ মিনিট) আলোচনা।
শয়তান ইয়োবের উপর অনেক তাড়না নিয়ে এসেছিল। এ ছাড়া, ইয়োবের তিন জন বন্ধু তাকে দোষ দিয়েছিল। এগুলোর কারণে তিনি তার সামনে শুধু সমস্যাগুলোই দেখতে পাচ্ছিলেন।
ইয়োব ৩৭:১৪ পদ পড়ুন এবং এরপর শ্রোতাদের জিজ্ঞেস করুন:
নিজের সমস্যাগুলোর উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে যিহোবার উপর মনোযোগ দেওয়ার জন্য ইয়োবকে কী করতে হত?
সমস্যা এলে আমরা অনেক দুশ্চিন্তা করতে পারি। এইরকম সময়ে আমরা যদি যিহোবার সৃষ্টির উপর মনোযোগ দিই, তা হলে আমরা মনে রাখতে পারব যে, তিনি কত মহান। এর ফলে, আমরা আরও বেশি করে তাঁর প্রতি অনুগত থাকতে চাইব। শুধু তা-ই নয়, আমাদের এই আস্থা বাড়বে যে, তিনি আমাদের যত্ন নেবেন।—মথি ৬:২৬.
ইয়োব বই থেকে পাওয়া আনুগত্য সম্বন্ধে শিক্ষা—সৃষ্ট জীবজন্তু শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:
এই ভিডিওটা দেখে কীভাবে যিহোবার উপর আপনার আস্থা বেড়ে যায়?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া বই অধ্যায় ৪ অনু. ১৩-২০