সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ২৯–ফেব্রুয়ারি ৪

ইয়োব ৪০–৪২

জানুয়ারি ২৯–ফেব্রুয়ারি ৪

গান ৩৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. ইয়োব যা শিখেছিলেন, তা থেকে আমরাও শিখতে পারি

(১০ মিনিট)

মনে রাখুন, আমরা ততটা জানি না, যতটা যিহোবা জানেন (ইয়োব ৪২:১-৩; প্রহরীদুর্গ ১০ ১০/১৫ ৩-৪ অনু. ৪-৬)

যিহোবা এবং তাঁর সংগঠনের কাছ থেকে পাওয়া পরামর্শ সঙ্গেসঙ্গে মেনে নিন (ইয়োব ৪২:৫, ৬; প্রহরীদুর্গ ১৭.০৬ ২৫ অনু. ১২)

যিহোবা সেই ব্যক্তিদের পুরস্কার দেন, যারা সমস্যা থাকা সত্ত্বেও তাঁর প্রতি অনুগত থাকে (ইয়োব ৪২:১০-১২; যাকোব ৫:১১; প্রহরীদুর্গ ২২.০৬ ২৫ অনু. ১৭-১৮)

যিহোবা ইয়োবের বিশ্বস্ততার কারণে তাকে পুরস্কার দিয়েছিলেন

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • ইয়োব ৪২:৭—ইয়োবের তিন বন্ধু আসলে কার বিরুদ্ধে কথা বলছিলেন? এই বিষয়টা জানা আমাদের কীভাবে সেইসময়েও ধৈর্য ধরতে সাহায্য করে, যখন লোকেরা আমাদের নিয়ে উপহাস করে? (অন্তর্দৃষ্টি-২, ইংরেজি ৮০৮)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। আপনি যাকে ঘরে পেয়েছেন, তিনি খ্রিস্টান নন। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৩)

৫. শিষ্য করার সময়

৬. বক্তৃতা

(৪ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ২—মূলভাব: পৃথিবী কখনোই ধ্বংস হবে না। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১০৬

৭. যিহোবার প্রেম অনুভব করতে অন্যদের সাহায্য করুন

(১৫ মিনিট) আলোচনা।

আমরা খুবই খুশি যে, আমাদের ঈশ্বর যিহোবা একজন প্রেমের ঈশ্বর। (১যোহন ৪:৮, ১৬) তাঁর এই গুণ আমাদের তাঁর দিকে আকর্ষণ করে। তাঁর প্রেমের কারণেই আমরা তাঁর বন্ধু হয়ে থাকতে চাই। আমরা যখন তাঁর সেবা করি, তখন আমরা অনুভব করতে পারি যে, তিনি আমাদের কতটা ভালোবাসেন।

আমরা অনেক প্রচেষ্টা করি যেন আমরা আমাদের পরিবারের সদস্য, ভাই-বোন এবং অন্যদের যিহোবার মতো করে ভালোবাসতে পারি। (ইয়োব ৬:১৪; ১যোহন ৪:১১) এভাবে আমরা অন্যদের যিহোবাকে জানার এবং তাঁর নিকটবর্তী হওয়ার জন্য সাহায্য করি। কিন্তু, আমরা যদি অন্যদের ভালো না বাসি, তা হলে তাদের পক্ষে এটা বিশ্বাস করা কঠিন হবে যে, যিহোবা তাদের ভালোবাসেন।

আমরা যিহোবার পরিবারে প্রকৃত প্রেম খুঁজে পেয়েছি শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:

লেই লেই এবং মিমির কাছ থেকে কীভাবে বোঝা যায় যে, অন্যদের প্রতি প্রেম দেখানো গুরুত্বপূর্ণ?

আমরা এমন কী করতে পারি, যাতে ভাই-বোনেরা যিহোবার প্রেম অনুভব করতে পারে?

  • আমাদের মনে রাখতে হবে, তারা যিহোবার মূল্যবান মেষ।—গীত ১০০:৩.

  • তাদের এমন কথা বলতে হবে, যাতে তারা উৎসাহিত হয়।—ইফি ৪:২৯.

  • তাদের অনুভূতি আমাদের বুঝতে হবে এবং তাদের সঙ্গে ভালোভাবে আচরণ করতে হবে।—মথি ৭:১১, ১২.

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১২৯ এবং প্রার্থনা