সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ৮-১৪

ইয়োব ৩৪–৩৫

জানুয়ারি ৮-১৪

গান ৩০ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যখন মনে হয়, ভালো লোকদের প্রতিই খারাপ বিষয়গুলো ঘটে

(১০ মিনিট)

মনে রাখুন, যিহোবা কখনো অন্যায় করেন না (ইয়োব ৩৪:১০; প্রহরীদুর্গ জনসাধারণের সংস্করণ ১৯.১ ৮ অনু. ২)

এমনটা মনে হতে পারে, দুষ্ট লোকেরা কখনো শাস্তি পাবে না, কিন্তু তারা যিহোবার হাত থেকে কখনো রক্ষা পাবে না (ইয়োব ৩৪:২১-২৬; প্রহরীদুর্গ ১৭.০৪ ১০ অনু. ৫)

অন্যায় সহ্য করছে এমন লোকদের সাহায্য করার সবচেয়ে ভালো উপায় হল, তাদের যিহোবা সম্বন্ধে শেখানো (ইয়োব ৩৫:৯, ১০; মথি ২৮:১৯, ২০; প্রহরীদুর্গ ২১.০৫ ৭ অনু. ১৯-২০)

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • ইয়োব ৩৫:৭—ইলীহূ যখন ইয়োবকে জিজ্ঞেস করেছিলেন, “আপনার কাজের ফলে [ঈশ্বর] কী পান?” তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন? (প্রহরীদুর্গ ১৭.০৪ ২৯ অনু. ৩)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। যিনি ঘরে আছেন, তাকে জিজ্ঞেস করুন, তিনি কি বাইবেল অধ্যয়ন করতে চান? (লোকদের ভালোবাসুন পাঠ ১০ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। একজন ব্যক্তির ছোটো ছোটো সন্তান রয়েছে। সেই ব্যক্তিকে বলুন যে, কীভাবে তিনি jw.org-এ সন্তানদের ভালোভাবে বড়ো করে তোলার বিষয়ে বিভিন্ন তথ্য খুঁজে পেতে পারেন। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৪)

৬. শিষ্য করার সময়

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৫৮

৭. আপনি কি সুযোগ বুঝে ‘বাক্য প্রচার করার’ ক্ষেত্রে সবসময় প্রস্তুত থাকেন?

(১৫ মিনিট) আলোচনা।

পৌল তীমথিয়কে উৎসাহিত করেছিলেন, “তুমি বাক্য প্রচার করো; তুমি তৎপরতার মনোভাব বজায় রেখে প্রচার করো।” (২তীম ৪:২) যে-গ্রিক ক্রিয়াপদকে “তৎপরতার মনোভাব বজায় রেখে” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা অনেকসময় এমন সৈনিক অথবা পাহারাদারের ক্ষেত্রে ব্যবহার করা হত, যারা লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকত। একইভাবে, আমরাও লোকদের সাক্ষ্য দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি। যখনই আমরা কারো সঙ্গে কথা বলার সুযোগ পাই, তখনই আমরা তাকে সাক্ষ্য দেওয়ারও চেষ্টা করি।

আমরা যিহোবাকে ভালোবাসি আর তিনি আমাদের জন্য যা-কিছু করেছেন, সেগুলোর জন্য আমরা তাঁর প্রতি অনেক কৃতজ্ঞ। এই বিষয়টাই আমাদের যিহোবার অপূর্ব গুণগুলো সম্বন্ধে অন্যদের বলতে অনুপ্রাণিত করে।

গীতসংহিতা ৭১:৮ পদ পড়ুন এবং এরপর শ্রোতাদের জিজ্ঞেস করুন:

যিহোবা সম্বন্ধে কোন বিষয়গুলো অন্যদের বলতে আপনার ভালো লাগে?

আমরা এই কারণেও লোকদের কাছে প্রচার করার জন্য সুযোগ খুঁজি, কারণ আমরা তাদের ভালোবাসি।

যেভাবে শত শত লোক বাইবেলের সত্য জানতে পেরেছে শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:

  •   সুযোগ বুঝে সাক্ষ্য দেওয়ার ফলে কীভাবে হাজার হাজার লোক সত্য পেয়েছে?

  •   যে-লোকেরা সত্য জানার আগে চার্চে যেত, তারা সত্য জানার ফলে কোন কোন উপকার পেয়েছিল?

  • কেন লোকদের প্রতি ভালোবাসা আমাদের আলাদা আলাদা সুযোগে সাক্ষ্য দেওয়ার জন্য উৎসাহিত করে?

  • লোকেরা যাতে যিহোবাকে জানতে পারে, সেইজন্য তাদের সুযোগ বুঝে সাক্ষ্য দেওয়া কেন এক ভালো উপায়?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১৩৮ এবং প্রার্থনা