সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ১২-১৮

গীতসংহিতা ৫–৭

ফেব্রুয়ারি ১২-১৮

গান ১১৮ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. অন্যেরা যা করে করুক, আপনি যিহোবার প্রতি অনুগত থাকুন

(১০ মিনিট)

অনেকসময় অন্যেরা এমন কিছু করেছিল, যেটার কারণে দায়ূদ দুঃখ পেয়েছিলেন (গীত ৬:৬, ৭)

তিনি সাহায্যের জন্য যিহোবার কাছে বিনতি করেছিলেন (গীত ৬:২,; প্রহরীদুর্গ ২১.০৩ ১৫ অনু. ৭-৮)

যিহোবার উপর দায়ূদের সম্পূর্ণ আস্থা ছিল, তাই তিনি তাঁর প্রতি অনুগত থাকতে পেরেছিলেন (গীত ৬:১০)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার বিশ্বাস কি এতটা মজবুত যে, অন্যেরা যা-ই করুক না কেন, আমি যিহোবার প্রতি অনুগত থাকব? আমি কি আমার বিশ্বাস দৃঢ় রাখার জন্য পরিশ্রম করছি?’—প্রহরীদুর্গ ২০.০৭ ৮-৯ অনু. ৩-৪.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৫:৯—খারাপ লোকদের “কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ,” এটার মানে কী? (অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ৯৯৫)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। বাইবেলের বিষয়ে কিছু না বলে কথায় কথায় একজন ব্যক্তিকে বলুন যে, আপনি একজন যিহোবার সাক্ষি (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৪)

৬. পুনর্সাক্ষাৎ করার সময়

(২ মিনিট) ঘরে ঘরে প্রচার। আপনি যাকে ঘরে পেয়েছেন, তিনি আপনার সঙ্গে তর্ক করতে চান। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৫)

৭. নিজের বিশ্বাস সম্বন্ধে বোঝান

(৪ মিনিট) নমুনা। ijwfq ৬৪—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা দেশভক্তির সঙ্গে জড়িত কোনো অনুষ্ঠানে অংশ নেয় না? (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৪)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১০১

৮. বার্ষিক পরিচর্যা রিপোর্ট

(১৫ মিনিট) আলোচনা। শাখা অফিসের কাছ থেকে পাওয়া বার্ষিক পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে ঘোষণাটা পড়ুন আর এরপর ২০২৩ বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিদের পরিচর্যা বছরের রিপোর্ট থেকে বিশেষ কিছু বিষয় তুলে ধরার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। আগে থেকে ঠিক করা কয়েক জন প্রকাশকের সাক্ষাৎকার নিন। আগের বছর পরিচর্যায় তারা যে-উৎসাহজনক অভিজ্ঞতা লাভ করেছে, সেই বিষয়ে তাদের বলতে বলুন।

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৬৬ এবং প্রার্থনা