সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ১৯-২৫

গীতসংহিতা ৮-১০

ফেব্রুয়ারি ১৯-২৫

গান ২ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “আমি . . . সদাপ্রভুর স্তব করিব”!

(১০ মিনিট)

যিহোবা আমাদের আনন্দে থাকার জন্য অনেক কিছু দিয়েছেন (গীত ৮:৩-৬; প্রহরীদুর্গ ২১.০৮ ৩ অনু. ৬)

তাই, আমরা আনন্দের সঙ্গে তাঁর প্রশংসা করি। আমরা তাঁর চমৎকার কাজের বিষয়ে অন্যদের বলার মাধ্যমে তা করি (গীত ৯:১; প্রহরীদুর্গ ২০.০৫ ২৩ অনু. ১০)

আমরা উদ্যোগের সঙ্গে গান গাওয়ার মাধ্যমেও তাঁর প্রশংসা করি (গীত ৯:২; প্রহরীদুর্গ ২২.০৪ ৭ অনু. ১৩)

নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি আর কোন কোন উপায়ে যিহোবার প্রশংসা করতে পারি?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ৮:৩—লেখক যখন আকাশকে ঈশ্বরের আঙুল বলেছিলেন, তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন? (অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ৮৩২)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। আপনি ঘরে যাকে পেয়েছেন, তিনি বলেন যে, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৪)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। আগের বার সেই ব্যক্তি বলেছিলেন যে, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। তবে তিনি এও বলেছিলেন, তিনি সেইসমস্ত প্রমাণ পরীক্ষা করে দেখতে চান, যেগুলো থেকে বোঝা যায়, একজন সৃষ্টিকর্তা রয়েছেন। (শিক্ষা দেওয়া পাঠ ৭)

৬. বক্তৃতা

(৫ মিনিট) প্রহরীদুর্গ ২১.০৬ ৬-৭ অনু. ১৫-১৮—মূলভাব: আপনার বাইবেল ছাত্রকে যিহোবার প্রশংসা করতে সাহায্য করুন (শিক্ষা দেওয়া পাঠ ১০)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১২

৭. সুযোগ বুঝে প্রচার করার সময়ে স্বাভাবিকভাবে কথা বলুন

(১০ মিনিট) আলোচনা।

যিহোবার আরও বেশি প্রশংসা করার একটা উপায় হল, যাদের সঙ্গে আমাদের রোজকার জীবনে বিভিন্ন কাজ করার সময়ে দেখা হয়, তাদের কাছে প্রচার করা। (গীত ৩৫:২৮) প্রথম প্রথম আমরা হয়তো সুযোগ বুঝে প্রচার করার ক্ষেত্রে ঘাবড়ে যাই। কিন্তু, আমরা যদি তাড়াহুড়ো না করে বরং স্বাভাবিকভাবে কথা বলা শুরু করতে এবং তা চালিয়ে যেতে শিখি, তা হলে আমরা এই ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারি। এমনকী এটা করে আমরা আনন্দও পেতে পারি!

“শান্তির সুসমাচার” জানানোর জন্য তৈরি থাকুন—নিজে থেকে এগিয়ে গিয়ে কথা বলুন শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:

ভিডিওতে যেমনটা দেখানো হয়েছে, সুযোগ বুঝে প্রচার করার ক্ষেত্রে আপনি কীভাবে দক্ষ হয়ে উঠতে পারেন?

কথাবার্তা শুরু করার জন্য কিছু পরামর্শ:

  •   প্রতি বার আপনি যখন বাড়ি থেকে বের হন, তখন লোকদের সঙ্গে কথা বলার জন্য সুযোগ খুঁজুন। যিহোবার কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনাকে এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা করিয়ে দেন, যিনি শুনতে চান

  •   লোকদের দেখলে মৃদুভাবে হাসুন। এটা বোঝার চেষ্টা করুন, সেই ব্যক্তির কোন বিষয়ে আগ্রহ রয়েছে। এভাবে আপনি বুঝতে পারবেন যে, বাইবেল থেকে কী বললে তার ভালো লাগবে

  •   সম্ভব হলে তাকে জিজ্ঞেস করুন, পরে কীভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন

  •   সাক্ষ্য দেওয়ার আগেই যদি আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে যায়, তা হলে হতাশ হবেন না

  •   আপনার সঙ্গে যদি কারো ভালোভাবে কথা হয়, তা হলে পরেও তার সম্বন্ধে চিন্তা করুন। মাঝে মাঝে তাকে বাইবেলের এমন কোনো পদ অথবা jw.org ওয়েবসাইটের এমন কোনো প্রবন্ধ পাঠান, যেটা তার ভালো লাগবে বলে আপনি মনে করেন

এটা করে দেখুন: কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, ‘এই রবিবার কী করলেন?,’ তা হলে তাকে সভা থেকে শেখা কিছু বিষয় বলুন অথবা তাকে বলুন, কীভাবে আপনি বাইবেল থেকে লোকদের ভালো বিষয়গুলো বলেন।

৮. স্থানীয় প্রয়োজন

(৫ মিনিট)

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৫৪ এবং প্রার্থনা