সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ২৬–মার্চ ৩

গীতসংহিতা ১১–১৫

ফেব্রুয়ারি ২৬–মার্চ ৩

গান ১৩৯ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. কল্পনা করুন, আপনি এমন এক জগতে রয়েছেন, যেখানে শুধুই শান্তি আর শান্তি

(১০ মিনিট)

লোকেরা যখন আইনকানুন মেনে চলে না, তখন এর ফলে সমস্যা ও দাঙ্গা দেখা দেয় (গীত ১১:২, ৩; প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ১৮ অনু. ৩)

আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবা এই পৃথিবী থেকে হিংসা পুরোপুরিভাবে সরিয়ে দেবেন (গীত ১১:৫; প্রহরীদুর্গ জনসাধারণের সংস্করণ ১৬.৩ ১৩)

যিহোবা আমাদের রক্ষা করার যে-প্রতিজ্ঞা করেছেন, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করলে আমরা ধৈর্য ধরতে পারব এবং নতুন জগতের জন্য অপেক্ষা করতে পারব (গীত ১৩:৫, ৬; প্রহরীদুর্গ ১৭.০৮ ৬-৭ অনু. ১৫)

এটা করে দেখুন: যিহিষ্কেল ৩৪:২৫ পদ পড়ুন এবং এরপর কল্পনা করুন, আপনি এমন একটা জায়গায় রয়েছেন, যেখানে চারিদিকে শুধুই শান্তি আর শান্তি, যেমনটা এই পদ বলা হয়েছে।—ঈশ্বরের রাজ্য শাসন করছে! (ইংরেজি) ২৩৬ অনু. ১৬.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১৪:১—এই পদে যে-মনোভাবের বিষয়ে বলা হয়েছে, সেটা খ্রিস্টানদের উপরও কোন প্রভাব ফেলতে পারে? (প্রহরীদুর্গ ১৩ ৯/১৫ ১৯ অনু. ১২)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। একজন ব্যক্তিকে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(১ মিনিট) ঘরে ঘরে প্রচার। একজন ব্যক্তিকে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৪)

৬. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। আপনি একজন ব্যক্তিকে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণপত্র দিয়েছেন এবং তিনি সেই বিষয়ে আরও জানতে চান। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৪)

৭. শিষ্য করার সময়

(৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১৩ সারাংশ, পুনরালোচনা এবং লক্ষ্য। আপনার ছাত্রকে “আরও জানুন” অংশের কোনো প্রবন্ধ দেখিয়ে তাকে বুঝতে সাহায্য করুন, মিথ্যা ধর্মের বিষয়ে ঈশ্বর কী মনে করেন। (শিক্ষা দেওয়া পাঠ ১২)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৭

৮. “যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম”

(১০ মিনিট) আলোচনা।

বর্তমানে সারা পৃথিবীতে হিংসার কাজগুলো বেড়ে চলেছে। যিহোবা জানেন যে, আমরা যখন সেগুলো দেখি অথবা আমরা সেগুলোর শিকার হই, তখন আমরা কত ভয় পেয়ে যাই এবং চিন্তিত হয়ে পড়ি। তিনি বোঝেন, আমাদের সুরক্ষার প্রয়োজন। তাই, তিনি বিভিন্ন উপায়ে আমাদের সুরক্ষা জোগান, যেগুলোর মধ্যে একটা হল বাইবেল।—গীত ১২:৫-৭.

বাইবেলে এমন প্রজ্ঞার বিষয়ে বলা হয়েছে, যেটা ‘যুদ্ধাস্ত্র অপেক্ষাও উত্তম।’ (উপ ৯:১৮) লক্ষ করুন, বাইবেলের নীতিগুলো মেনে চললে কীভাবে আমরা হিংসার শিকার হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারি।

  • উপ ৪:৯, ১০—এমন এলাকায় একা যাবেন না, যেখান বিপদ রয়েছে। বিপদ হতে পারে এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন

  • হিতো ২২:৩—আপনি যখন ঘরের বাইরে যান, তখন আশেপাশে কী হচ্ছে, সেই বিষয়ে নজর রাখুন এবং চোখ-কান খোলা রাখুন

  • হিতো ২৬:১৭—অন্যদের ঝগড়ায় নিজেকে জড়াবেন না

  • হিতো ১৭:১৪—যদি মনে হয়, কোনো এলাকায় দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে, তা হলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। আর যেখানে আন্দোলন করার জন্য লোকেরা জড়ো হয়েছে, সেখানে যাবেন না

  • লূক ১২:১৫—নিজের জিনিস বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকির মুখে ফেলবেন না

বিশ্বাস নেই এমন ব্যক্তিদের নয়, বরং বিশ্বস্ত ব্যক্তিদের অনুকরণ করুন—লেমককে নয়, বরং হনোককে শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের জিজ্ঞেস করুন:

যদিও সেই পরিবার এমন জায়গায় থাকত, যেখানে চারিদিকে হিংসা রয়েছে, তারপরও হনোকের উদাহরণ নিয়ে গভীরভাবে চিন্তা করার পর সেই বাবা কোন সিদ্ধান্ত নিয়েছিলেন?—ইব্রীয় ১১:৫.

কোনো কোনো পরিস্থিতিতে একজন খ্রিস্টান হয়তো নিজেকে অথবা নিজের সম্পত্তি রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে, তা করার সময়ে তার এটা অবশ্যই মনে রাখা উচিত যেন তিনি কাউকে মেরে না ফেলেন এবং তিনি যেন কারো রক্তের দায়ী না হন।—গীত ৫১:১৪; ২০১৭ সালের জুলাই মাসের প্রহরীদুর্গ পত্রিকায় দেওয়া “পাঠকদের কাছ থেকে প্রশ্ন” দেখুন।

৯. স্মরণার্থ সভার অভিযান শনিবার, ২ মার্চ শুরু হবে

(৫ মিনিট) একজন প্রাচীন এই বক্তৃতা দেবেন। স্মরণার্থ সভার অভিযান, বিশেষ বক্তৃতা এবং স্মরণার্থ সভার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে, তা সংক্ষেপে বলুন। প্রকাশকদের মনে করিয়ে দিন যে, তারা চাইলে মার্চ ও এপ্রিল মাসে ১৫ ঘণ্টা দিয়েও সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে।

১০. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৩৭ এবং প্রার্থনা