ফেব্রুয়ারি ৫-১১
গীতসংহিতা ১–৪
গান ১৫০ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. ঈশ্বরের রাজ্যের পক্ষ নিন
(১০ মিনিট)
[গীতসংহিতা বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
জগতের সরকারগুলো বিভিন্নভাবে দেখিয়েছে যে, তারা ঈশ্বরের রাজ্যের শত্রু (গীত ২:২; প্রহরীদুর্গ ২১.০৯ ১৫-১৬ অনু. ৮)
বর্তমানে যিহোবা সবাইকে তাঁর রাজ্যের আইন মেনে চলার এবং তাঁর রাজ্যের পক্ষ নেওয়ার সুযোগ দিচ্ছেন (গীত ২:১০-১২)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি এটা স্থির করেছি যে, রাজনৈতিক ব্যাপারে আমি পুরোপুরি নিরপেক্ষ থাকব, এমনকী সেইসময়ও, যখন এটার জন্য আমাকে সমস্যা ভোগ করতে হয়?’—প্রহরীদুর্গ ১৬.০৪ ২৯-৩০ অনু. ১১.
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
গীত ১:৪—কেন এমনটা বলা হয়েছে যে, দুষ্ট লোকেরা “বায়ুচালিত তুষের ন্যায়”? (অন্তর্দৃষ্টি-১, ইংরেজি ৪২৫)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ৩:১–৪:৮ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
৪. কথা বলতে বলতে সাক্ষ্য দিন—ফিলিপ কী করেছিলেন?
(৭ মিনিট) আলোচনা। ভিডিওটা দেখান এবং এরপর লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ১-২ নিয়ে আলোচনা করুন।
৫. কথা বলতে বলতে সাক্ষ্য দিন—আমরা কীভাবে ফিলিপকে অনুকরণ করতে পারি?
গান ৩২
৬. স্থানীয় প্রয়োজন
(১৫ মিনিট)
৭. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া বই অধ্যায় ৫ অনু. ৯-১৫, পৃষ্ঠা ৪১ বাক্স