জানুয়ারি ১৩-১৯
গীতসংহিতা ১৩৫-১৩৭
গান ২ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. “আমাদের প্রভু অন্য সমস্ত দেবতার চেয়ে মহান”
(১০ মিনিট)
যিহোবা দেখিয়েছেন যে, সমস্ত সৃষ্টি তাঁর অধীনে রয়েছে (গীত ১৩৫:৫, ৬; প্রহরীদুর্গ ১৫ ৬/১৫ ৬ অনু. ১৫)
যিহোবা তাঁর লোকদের পক্ষসমর্থন করেন (যাত্রা ১৪:২৯-৩১; গীত ১৩৫:১৪)
যখন আমরা হতাশ হই, তখন তিনি আমাদের সাহস জোগান (গীত ১৩৬:২৩; প্রহরীদুর্গ ২১.১১ ৬ অনু. ১৬)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
গীত ১৩৬:১—কেন এটা জানা খুবই উৎসাহজনক যে, যিহোবার অটল প্রেম অনন্তকালস্থায়ী? (প্রহরীদুর্গ ২১.১১ ৪ অনু. ১০)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) গীত ১৩৫:১-২১ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সেই ব্যক্তি আগ্রহ দেখিয়েছেন, তাই তাকে জিজ্ঞেস করুন যে, কীভাবে তার সঙ্গে আবারও যোগাযোগ করা যেতে পারে। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৪)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৪)
৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন
(৫ মিনিট) নমুনা। ijwfq 7 (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: আপনারা কি খ্রিস্টান? (শিক্ষা দেওয়া পাঠ ১২)
গান ১০
৭. স্থানীয় প্রয়োজন
(১৫ মিনিট)
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২১ অনু. ১-৭, ১৬৬ পৃষ্ঠার বাক্স