সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ২০-২৬

গীতসংহিতা ১৩৮-১৩৯

জানুয়ারি ২০-২৬

গান ৯৩ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. ভয়ের কারণে পিছিয়ে যাবেন না

(১০ মিনিট)

আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে যিহোবার প্রশংসা করতে চাই (গীত ১৩৮:১)

আপনি যখন সভায় অংশ নিতে ভয় পান, তখন যিহোবার কাছ থেকে সাহায্য চান (গীত ১৩৮:৩)

এই ধরনের ভয় পাওয়া এক ভালো লক্ষণ (গীত ১৩৮:৬; প্রহরীদুর্গ ১৯.০১ ১০ অনু. ১০)

পরামর্শ: ছোটো ছোটো উত্তর দিন। ফলে আপনার ভয় কমে যাবে।—প্রহরীদুর্গ ২৩.০৪ ২১ অনু. ৭.

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

  • গীত ১৩৯:২১, ২২—খ্রিস্টানদের কি সবাইকে ক্ষমা করতে হবে? (প্রহরীদুর্গ ৯৭ ১২/১ ১৯-২০ অনু. ১৫)

  • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৩)

৫. শিষ্য করার সময়

(৪ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব দিন এবং নমুনা দেখান। (লোকদের ভালোবাসুন পাঠ ১০ বিষয় ৩)

৬. বক্তৃতা

(৫ মিনিট) ijwyp 105 (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: কীভাবে আমি লাজুক স্বভাব কাটিয়ে উঠতে পারি? (শিক্ষা দেওয়া পাঠ ১৬)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৫৯

৭. লাজুক হওয়া সত্ত্বেও আপনি প্রচার কাজে আনন্দ উপভোগ করতে পারেন

(১৫ মিনিট) আলোচনা।

আপনি কি খুব লাজুক ব্যক্তি? আপনি কি চান না যে, অন্যেরা আপনাকে বেশি লক্ষ করুক? আপনি কি সবসময় কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার আগেই ঘাবড়ে যান? অনেক সময় লাজুক হওয়ার কারণে লোকেরা সেই কাজগুলো করতে দ্বিধাবোধ করে, যেগুলো তারা করতে চায়। তবে, অনেক খ্রিস্টান তাদের এই লাজুক স্বভাব কাটিয়ে উঠতে পেরেছে। তারা অন্যদের বাইবেল সম্বন্ধে জানায় এবং তারা প্রচার কাজে অনেক আনন্দও উপভোগ করে। আমরা এমন ভাই-বোনদের কাছ থেকে কী শিখতে পারি?

লাজুক হওয়া সত্ত্বেও আমি মনপ্রাণ দিয়ে সেবা করি শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • বোন লি-এর ঠাকুমা যখন বলেছিলেন, “মনপ্রাণ দিয়ে যিহোবার সেবা করো,” সেটা শুনে বোন কীভাবে উপকৃত হয়েছিলেন?

বাইবেল জানায়, হয়তো মোশি, যিরমিয় এবং তীমথিয় লাজুক স্বভাবের ব্যক্তি ছিলেন। (যাত্রা ৩:১১; ৪:১০; যির ১:৬-৮; ১তীম ৪:১২) তারপরও তারা যিহোবার সাহায্যে অনেক বড়ো বড়ো কাজ করতে পেরেছিলেন। (যাত্রা ৪:১২; যির ২০:১১; ২তীম ১:৬-৮)

যিশাইয় ৪৩:১, ২ পদ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • যিহোবা তাঁর লোকদের কাছে কী প্রতিজ্ঞা করেন?

বর্তমানে যিহোবা তাঁর লোকদের কীভাবে সাহায্য করেন, যাতে তারা প্রচার কাজে আনন্দ পায়?

যেভাবে আপনার বাপ্তিস্ম আরও সুখের দিকে পরিচালিত করে—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • বোন জ্যাকসন কীভাবে বুঝতে পারেন, যিহোবা তাকে প্রচার কাজ করার জন্য শক্তি দেন এবং সাহায্য করেন?

  • প্রচার কাজ একজন লাজুক স্বভাবের ব্যক্তিকে কীভাবে সাহায্য করতে পারে?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১৫১ এবং প্রার্থনা