সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ২৭–ফেব্রুয়ারি ২

গীতসংহিতা ১৪০-১৪৩

জানুয়ারি ২৭–ফেব্রুয়ারি ২

গান ৪৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. প্রার্থনার সঙ্গে মিল রেখে কাজ করুন

(১০ মিনিট)

পরামর্শ দেওয়া হলে তা মেনে নিন (গীত ১৪১:৫; প্রহরীদুর্গ ২২.০২ ১২ অনু. ১৩-১৪)

কীভাবে যিহোবা আপনাকে এবং তাঁর লোকদের অতীতে সাহায্য করেছিলেন, তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন (গীত ১৪৩:৫; প্রহরীদুর্গ ১০ ৩/১৫ ৩২ অনু. ৪)

পরিস্থিতিকে যিহোবার মতো করে দেখার চেষ্টা করুন (গীত ১৪৩:১০; প্রহরীদুর্গ ১৫ ৩/১৫ ৩২ অনু. ২)

গীতসংহিতা ১৪০-১৪৩ অধ্যায়ে শুধু এটাই বলা নেই যে, দায়ূদ সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু সেইসঙ্গে এটাও বলা আছে যে, তিনি প্রার্থনা করার পর কোন কোন পদক্ষেপ নিয়েছিলেন।

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। একজন ব্যক্তিকে ব্যাবহারিক উপায়ে সাহায্য করার পর, তার সঙ্গে বাইবেলের কোনো বিষয় নিয়ে কথা বলুন। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। সেই ব্যক্তি আপনাকে বলেন যে, তিনি ব্যস্ত। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৩)

৬. নিজের বিশ্বাস সম্বন্ধে বলুন

(৫ মিনিট) নমুনা। ijwfq 21 (অনলাইন প্রবন্ধ)—মূলভাব: কেন যিহোবার সাক্ষিরা রক্ত গ্রহণ করেন না? (শিক্ষা দেওয়া পাঠ ৭)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৪১

৭. কোনো চিকিৎসা বা কোনো সার্জারির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিন

(১৫ মিনিট) আলোচনা।

যিহোবা প্রতিজ্ঞা করেছেন, তিনি এমন এক সাহায্য হবেন, “যা বিপদের সময় সহজেই পাওয়া যায়।” (গীত ৪৬:১) যখন আমাদের কোনো চিকিৎসা বা কোনো সার্জারি করার প্রয়োজন হয়, তখন আমরা প্রায়ই উদ্‌বিগ্ন হয়ে পড়ি। তবে, এইরকম পরিস্থিতি আসার আগেই যিহোবা আমাদের প্রস্তুত করেন। যেমন, তিনি তাঁর সংগঠনের মাধ্যমে আমাদের অ্যাডভান্স হেল্থকেয়ার ডাইরেক্টিভ (DPA) এবং আইডেনটিটি কার্ড a এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রস্তুত করেছেন b আর সেইসঙ্গে হসপিটাল লিয়েইজন কমিটি-র (HLC) ব্যবস্থা করেছেন। এইসমস্ত কিছুর সাহায্যে আমরা রক্তের ব্যাপারে ঈশ্বরের আইনের বাধ্য হই।—প্রেরিত ১৫:২৮, ২৯.

আপনি কি চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলোর জন্য প্রস্তুত? শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • DPA কার্ড পূরণ করার ফলে কীভাবে কিছু ভাই-বোন উপকার পেয়েছে?

  • গর্ভবতী বোনদের জন্য তথ্য (S–401) ফর্ম থেকে কীভাবে কিছু ভাই-বোন উপকার পেয়েছে?

  • যদি আমাদের হাসপাতালে ভর্তি হতে হয় অথবা কোনো সার্জারি বা ক্যানসারের সঙ্গে জড়িত কোনো থেরাপি করার প্রয়োজন হয়, তা হলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব HLC–র ভাইদের সঙ্গে যোগাযোগ করা উচিত। আমাদের এমনকী সেইসময়ও এমনটা করা উচিত, যখন আমাদের মনে হয় রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সমস্যা আসবে না। এই পরামর্শ মেনে চলা কেন উপকারজনক?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ১০৩ এবং প্রার্থনা

a যে-ভাই সাহিত্য বিভাগে কাজ করেন, তার কাছ থেকে বাপ্তাইজিত প্রকাশকেরা নিজেদের জন্য DPA নিতে পারেন। এ ছাড়া, যাদের ছোটো সন্তান রয়েছে, তারা তাদের সন্তানদের জন্য আইডেনটিটি কার্ড নিতে পারেন।

b প্রয়োজন হলে আপনারা প্রাচীনদের কাছ থেকে এই ফর্মগুলোর মধ্যে যেকোনো একটা ফর্ম নিতে পারেন: গর্ভবতী বোনদের জন্য তথ্য (S–401), সেই অসুস্থ ব্যক্তিদের জন্য তথ্য, যাদের অপারেশন অথবা কেমোথেরাপি করানোর প্রয়োজন (S–407) এবং সেই বাবা-মায়েদের জন্য তথ্য, যাদের সন্তানদের চিকিৎসার প্রয়োজন (S–55)।