সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ৬-১২

গীতসংহিতা ১২৭-১৩৪

জানুয়ারি ৬-১২

গান ১৩৪ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. বাবা-মায়েরা, ক্রমাগত আপনাদের মূল্যবান উপহারের যত্ন নিন

(১০ মিনিট)

বাবা-মায়েরা নিশ্চিত থাকতে পারে যে, পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলোর যত্ন নেওয়ার জন্য যিহোবা তাদের অবশ্যই সাহায্য করবেন (গীত ১২৭:১, ২)

সন্তানেরা যিহোবার কাছ থেকে পাওয়া মূল্যবান উপহার (গীত ১২৭:৩; প্রহরীদুর্গ ২১.০৮ ৫ অনু. ৯)

প্রত্যেক সন্তান আলাদা হয়, তাই তাদের চাহিদা অনুসারে শিক্ষা দিন (গীত ১২৭:৪; প্রহরীদুর্গ ১৯.১২ ২৭ অনু. ২০)

বাবা-মায়েরা যখন নিজেদের সন্তানদের যত্ন নেওয়ার জন্য পুরোপুরিভাবে যিহোবার উপর নির্ভর করে, তখন তা দেখে যিহোবা খুব খুশি হন

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৩)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। একজন ব্যক্তি এমন কিছু বলেন, যেটার সঙ্গে বাইবেলের শিক্ষার কোনো মিল নেই। (লোকদের ভালোবাসুন পাঠ ৫ বিষয় ৪)

৬. শিষ্য করার সময়

(৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! বই পাঠ ১৬ বিষয় ৪-৫। আপনার বাইবেল ছাত্রের সঙ্গে আলোচনা করুন, যখন আপনি থাকবেন না, তখন তার অধ্যয়নের জন্য আপনি কী ব্যবস্থা করেছেন। (লোকদের ভালোবাসুন পাঠ ১০ বিষয় ৪)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৩

৭. বাবা-মায়েরা, আপনারা কি সবচেয়ে উত্তম উপায়ে শিক্ষা দিচ্ছেন?

(১৫ মিনিট) আলোচনা।

যিহোবার সংগঠন বাবা-মায়েদের বিভিন্ন উপায়ে যিহোবা সম্বন্ধে তাদের সন্তানদের শেখানোর জন্য প্রচুর পরিমাণে প্রকাশনা প্রস্তুত করেছে। তবে, সন্তানদের শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল, আপনাদের নিজেদের উত্তম উদাহরণ।—দ্বিতীয় ৬:৫-৯.

যিশুও তাঁর শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য এই উত্তম উপায়টাই ব্যবহার করেছিলেন।

যোহন ১৩:১৩-১৫ পড়ুন এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • কেন আপনি মনে করেন যে, যিশু যেভাবে নিজের উদাহরণের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন, সেটা কার্যকারী ছিল?

বাবা-মায়েরা, আপনারা সন্তানদের যেটা বলছেন, সেটা আগে আপনারা নিজেরা যখন করে দেখাবেন, তখন তারা আরও বেশি শিখতে পারবে। আপনাদের উত্তম উদাহরণ দেখে সন্তানেরা আপনাদের কথা শোনার পাশাপাশি, সেটার প্রতি বাধ্যও থাকবে।

উদাহরণের মাধ্যমে আমাদের সন্তানদের শেখানো শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:

  • ভাই ও বোন গার্সিয়া তাদের মেয়েদের কোন গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন?

  • আপনি এই ভিডিও থেকে আপনার সন্তানদের জন্য এক উত্তম উদাহরণ রাখার বিষয়ে কী শিখেছেন?

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৭৩ এবং প্রার্থনা