সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ১০-১৬

গীতসংহিতা ১৪৭-১৫০

ফেব্রুয়ারি ১০-১৬

গান ১২ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. যাঃয়ের প্রশংসা করার বিভিন্ন কারণ

(১০ মিনিট)

তিনি আমাদের সবার জন্য চিন্তা করেন (গীত ১৪৭:৩, ৪; প্রহরীদুর্গ ১৭.০৭ ১৮ অনু. ৫-৬)

তিনি আমাদের পরিস্থিতি বোঝেন এবং তাঁর শক্তি ব্যবহার করে আমাদের সাহায্য করেন (গীত ১৪৭:৫; প্রহরীদুর্গ ১৭.০৭ ১৮ অনু. ৭)

তিনি আমাদের তাঁর লোকদের মধ্যে একজন হওয়ার বিশেষ সুযোগ দিয়েছেন (গীত ১৪৭:১৯, ২০; প্রহরীদুর্গ ১৭.০৭ ২১ অনু. ১৮)


নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি আর কোন কোন কারণে যিহোবার প্রশংসা করতে চাই?’

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তি বলেন যে, তিনি দীর্ঘসময় ধরে এক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৫)

৫. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সুযোগ বুঝে সেই ব্যক্তিকে বলুন, সম্প্রতি সভা থেকে আপনি কী শিখেছেন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)

৬. বক্তৃতা

(৫ মিনিট) প্রহরীদুর্গ ১৯.০৩ ১০ অনু. ৭-১১—মূলভাব: যিশুর কথা শুনুন—সুসমাচার প্রচার করুন। ছবি দেখুন। (শিক্ষা দেওয়া পাঠ ১৪)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ১৫৯

৭. বার্ষিক পরিচর্যা রিপোর্ট

(১৫ মিনিট) আলোচনা।

শাখা অফিসের কাছ থেকে পাওয়া বার্ষিক পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে ঘোষণাটা পড়ুন আর এরপর ২০২৪ বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিদের পরিচর্যা বছরের রিপোর্ট থেকে বিশেষ কিছু বিষয় তুলে ধরার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান। আগে থেকে ঠিক করা কয়েক জন প্রকাশকের সাক্ষাৎকার নিন। আগের বছর পরিচর্যায় তারা যে উৎসাহজনক অভিজ্ঞতা লাভ করেছে, সেই বিষয়ে তাদের বলতে বলুন।

৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৩৭ এবং প্রার্থনা