ফেব্রুয়ারি ২৪–মার্চ ২
হিতোপদেশ ২
গান ৩৫ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. কেন আমাদের মন দিয়ে ব্যক্তিগত অধ্যয়ন করা উচিত?
(১০ মিনিট)
এর মাধ্যমে আমরা দেখাই যে, সত্য আমাদের কাছে কতটা মূল্যবান (হিতো ২:৩, ৪; প্রহরীদুর্গ ২২.০৮ ১৮ অনু. ১৬)
এর মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব (হিতো ২:৫-৭; প্রহরীদুর্গ ২২.১০ ১৯ অনু. ৩-৪)
এর মাধ্যমে আমাদের বিশ্বাস দৃঢ় হবে (হিতো ২:১১, ১২; প্রহরীদুর্গ ১৬.০৯ ২৩ অনু. ২-৩)
নিজেকে জিজ্ঞেস করুন, ‘কীভাবে আমি আরও ভালো করে এবং ক্রমাগত ব্যক্তিগত অধ্যয়ন করতে পারি?’
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
-
হিতো ২:৪-৬—কোন উপায়ে অধ্যয়ন করে আপনি উপকৃত হন? (প্রহরীদুর্গ ২২.০৮ ১৮-১৯ অনু. ১৬)
-
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ২:১-২২ (শিক্ষা দেওয়া পাঠ ১২)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। একজন ব্যক্তিকে বলুন যে, কীভাবে তিনি jw.org ওয়েবসাইটে বিবাহিত দম্পতির জন্য বিভিন্ন সাহায্যকারী তথ্য খুঁজে পেতে পারেন। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৩)
৫. পুনর্সাক্ষাৎ করার সময়
(৩ মিনিট) সুযোগ বুঝে প্রচার। আগের বার গৃহকর্তা যে-বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন, সেটার সঙ্গে সম্পর্কযুক্ত একটা পত্রিকা তাকে দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৯ বিষয় ৩)
৬. বক্তৃতা
(৫ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ৮—মূলভাব: স্বামী ও স্ত্রীকে একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। (শিক্ষা দেওয়া পাঠ ১৩)
গান ৯৬
৭. বাচ্চারা, তোমরা কি গুপ্তধন খুঁজতে চাও?
(১৫ মিনিট) আলোচনা।
পৃথিবীর সবচেয়ে অমূল্য গুপ্তধন হল, যিহোবাকে জানা। আর এই গুপ্তধন বাইবেলে পাওয়া যায়। (হিতো ২:৪, ৫) এটা পাওয়ার জন্য তোমাকে ক্রমাগত বাইবেল পড়তে হবে এবং তুমি যা পড়ো, তা নিয়ে গবেষণা করতে হবে। এমনটা করলে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং তুমি অনেক আনন্দও পাবে!
-
বাইবেল পড়ার সময় তুমি নিজেকে কোন কোন প্রশ্ন করতে পারো? (প্রহরীদুর্গ ২৪.০২ ৩২ অনু. ২-৩)
-
প্রশ্নগুলোর উত্তর তুমি কোথায় খুঁজে পেতে পারো?
যিহোবার বন্ধুদের কাছ থেকে শেখো ভিডিও সিরিজ থেকে তুমি শিখতে পার যে, বাইবেল থেকে তুমি যা পড়, তা নিয়ে কীভাবে গভীরভাবে চিন্তা করতে পারো?
যিহোবার বন্ধুদের কাছ থেকে শেখো—হেবল শিরোনামের ভিডিওটা দেখান।
আদিপুস্তক ৪:২-৪ এবং ইব্রীয় ১১:৪ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
-
কীভাবে হেবল দেখিয়েছিলেন, তিনি যিহোবার বন্ধু?
-
যিহোবার প্রতি তার বিশ্বাস বৃদ্ধি করার জন্য হেবল কী করেছিলেন?
-
যিহোবার প্রতি তোমার বিশ্বাস বৃদ্ধি করার জন্য তুমি কী করতে পারো?
৮. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) সাক্ষ্য দেওয়া অধ্যায় ২৩ অনু. ১-৮ এবং বিভাগ ৮ ভূমিকা