সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ফেব্রুয়ারি ৩-৯

গীতসংহিতা ১৪৪-১৪৬

ফেব্রুয়ারি ৩-৯

গান ১৪৫ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

১. “সুখী সেই লোকেরা, যাদের ঈশ্বর যিহোবা!”

(১০ মিনিট)

যিহোবা তাদের আশীর্বাদ করেন, যারা তাঁর উপর নির্ভর করে (গীত ১৪৪:১১-১৫; প্রহরীদুর্গ ১৮.০৪ ৩২ অনু. ২-৩)

আমরা আমাদের আশার কারণে আনন্দ করি (গীত ১৪৬:৫; প্রহরীদুর্গ ২২.১০ ২৮ অনু. ১৬-১৭)

যাদের ঈশ্বর যিহোবা, তারা চিরকাল খুশি থাকবে (গীত ১৪৬:১০; প্রহরীদুর্গ ১৮.০১ ২৬ অনু. ১৯-২০)

আমরা যখন বিশ্বস্ততার সঙ্গে যিহোবার সেবা করি, তখন সমস্যা দেখা দিলেও আমরা সুখী থাকতে পারি

২. অমূল্য রত্ন

(১০ মিনিট)

৩. বাইবেল পাঠ

প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান

৪. কথাবার্তা শুরু করার জন্য

(৪ মিনিট) ঘরে ঘরে প্রচার। সেই ব্যক্তি আপনাকে বলেন যে, তিনি একজন ইউনিভার্সিটির ছাত্র। (লোকদের ভালোবাসুন পাঠ ১ বিষয় ৫)

৫. পুনর্সাক্ষাৎ করার সময়

(৪ মিনিট) সুযোগ বুঝে প্রচার। শিক্ষাদানের প্রকাশনা বাক্স থেকে একটা ভিডিও দেখান। (লোকদের ভালোবাসুন পাঠ ৭ বিষয় ৪)

৬. বক্তৃতা

(৪ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ৭—মূলভাব: স্ত্রীকে তার স্বামীর প্রতি গভীর সম্মান দেখাতে হবে। (শিক্ষা দেওয়া পাঠ ১)

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন

গান ৫৯

৭. যিহোবা চান আপনি যেন সুখী হন

(১০ মিনিট) আলোচনা।

যিহোবা হলেন সুখী ঈশ্বর। (১তীম ১:১১) তিনি আমাদের খুব ভালোবাসেন এবং চান আমরাও যেন সুখী থাকি। তাই, তিনি আমাদের অনেক ভালো ভালো উপহার দিয়েছেন। (উপ ৩:১২, ১৩) সেগুলোর মধ্যে দুটো উপহার হল, বিভিন্ন রকমের খাবার এবং বিভিন্ন ধরনের আওয়াজ শোনার ক্ষমতা।

সৃষ্টি প্রমাণ দেয়, যিহোবা চান আমরা যেন আনন্দ করি—সুস্বাদু খাবার এবং শ্রুতিমধুর আওয়াজ শিরোনামের ভিডিওটা দেখান এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • যিহোবা আমাদের যে-সুস্বাদু খাবার এবং মধুর আওয়াজ শোনার ক্ষমতা উপহার হিসেবে দিয়েছেন, তা থেকে আপনি কীভাবে নিশ্চিত হতে পারেন যে, তিনি আপনাকে সুখী দেখতে চান?

পড়ুন গীতসংহিতা ৩২:৮ এরপর, শ্রোতাদের এই প্রশ্ন জিজ্ঞেস করুন:

  • যিহোবা চান যেন আপনি সুখী হন, এটা জানা কীভাবে আপনাকে বাইবেল এবং তাঁর সংগঠনের কাছ থেকে পাওয়া নির্দেশনা মেনে চলার জন্য পরিচালিত করে?

৮. স্থানীয় প্রয়োজন

(৫ মিনিট)

৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন

সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট) | গান ৮৫ এবং প্রার্থনা