আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা জানুয়ারি ২০১৬
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
T-35 ট্র্যাক্ট এবং ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশার অর্পণ করার ধারণা। নিজের উপস্থাপনা নিজে তৈরি করার উদাহরণ ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
সত্য উপাসনার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন
পুনরায় সত্য উপাসনা শুরু করার বিষয়ে রাজা হিষ্কিয়ের দৃঢ় মনোভাব মনের চোখে কল্পনা করুন। এর জন্য ২ বংশাবলি ২৯-৩০ অধ্যায়ে যে-ঘটনাগুলো রয়েছে, সেগুলোর নকশা, মানচিত্র এবং সময় সারণি ব্যবহার করুন।
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
সুসমাচার ব্রোশার ব্যবহার করে যেভাবে একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা যায়
ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! ব্রোশার ব্যবহার করে কার্যকরী উপায়ে বাইবেল অধ্যয়ন পরিচালনা করার পাঁচটা সহজ উপায়।
খ্রিস্টীয় জীবনযাপন
আমাদের সত্য উপাসনার স্থান নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ করার সুযোগ
আমাদের উপাসনার স্থানে কীভাবে আমরা পবিত্র সেবার জন্য উদ্যোগ ও প্রেম দেখাতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা প্রকৃত অনুতাপকে মূল্যবান বলে মনে করেন
যিহোবা মনঃশির প্রকৃত অনুতাপকে মূল্যবান বলে মনে করেন। মনঃশিকে বাবিলে বন্দি করে নিয়ে যাওয়ার আগে তার শাসনের সময়ের সঙ্গে সেখান থেকে মুক্ত হওয়ার পর তার শাসনের সময় তুলনা করুন। (২ বংশাবলি ৩৩-৩৬)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা তাঁর প্রতিজ্ঞা রাখেন
ইষ্রা ১-৫ অধ্যায়ে লিপিবদ্ধ ঘটনাগুলোর সময় সারণি। বিভিন্ন বাধা সত্ত্বেও যিহুদিরা বাবিল থেকে ফিরে আসে, সত্য উপাসনার পুনর্স্থাপন করে এবং মন্দির পুনর্নির্মাণ করে।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
যিহোবা ইচ্ছুক দাসদের চান
যিহোবার দাসদের ইচ্ছুক মনোভাব (ইষ্রা বইয়ের ৭-৮ অধ্যায়)
খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো —পুনর্সাক্ষাৎ করার ভিত্তিস্থাপন করে
বাইবেলের সত্যের প্রতি আগ্রহ দেখায়, এমন ব্যক্তিদের সঙ্গে আরও কার্যকরী উপায়ে পুনর্সাক্ষাৎ করার তিনটে পদক্ষেপ।