সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

(T-35 ট্র্যাক্ট)

প্রশ্ন: আপনার কী মনে হয়, আমরা যখন দুর্ঘটনার কারণে মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারাই, তখন সেই মৃত আত্মীয়কে কি পুনরায় দেখা সম্ভব?

শাস্ত্রপদ: প্রেরিত ২৪:১৫

অর্পণ: এই ট্র্যাক্টে এমন তিনটে কারণ তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদের বিশ্বাস করতে সাহায্য করে যে, পুনরুত্থান সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা পরিপূর্ণ হবে।

(T-35 ট্র্যাক্ট, পিছনের পৃষ্ঠা)

প্রশ্ন: আপনি কি জানেন, যদিও মানুষ কেবল ৭০ বা ৮০ বছর বেঁচে থাকে, কিন্তু কিছু কচ্ছপ প্রায় ১৫০ বছর এবং কিছু গাছ হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। কেন মানুষের আয়ু এত কম?

শাস্ত্রপদ: আদি ৩:১৭-১৯

ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! শিরোনামের এই ব্রোশারের পাঠ ৬-এ এই প্রশ্নের শাস্ত্রীয় উত্তর পাওয়া যায়।

ঈশ্বরের কাছ থেকে সুসমাচার!

অর্পণ: আমি অল্পসময়ের জন্য আপনাকে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন কোর্স সম্বন্ধে বলতে এসেছি। এই ব্রোশার দেখায় যে, আপনি আপনার বাইবেলের কোথায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পারেন।

প্রশ্ন: আপনি নিশ্চয়ই বাইবেল পড়েন, তাই-না? এই ব্রোশারের পাঠগুলো খুবই সহজ। আমি আপনাকে এর নমুনা দেখাচ্ছি। [পাঠ ২-এর ১ নম্বর প্রশ্নটা আলোচনা করুন।]

শাস্ত্রপদ: প্রকা ৪:১১

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন