জানুয়ারি ১১-১৭
২ বংশাবলি ৩৩-৩৬
গান ৩৫ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা প্রকৃত অনুতাপকে মূল্যবান বলে মনে করেন”: (১০ মিনিট)
২বংশা ৩৩:২-৯, ১২-১৬—প্রকৃত অনুতাপ দেখানোর কারণে মনঃশির প্রতি করুণা দেখানো হয় (প্রহরীদুর্গ ০৫ ১২/১ ২১ অনু. ৪)
২বংশা ৩৪:১৮, ৩০, ৩৩—ঈশ্বরের বাক্য পড়া এবং আমরা যা পড়ি, তা নিয়ে ধ্যান করার বিষয়টা আমাদের গভীরভাবে প্রভাবিত করতে পারে (প্রহরীদুর্গ ০৫ ১২/১ ২১ অনু. ৯)
২বংশা ৩৬:১৫-১৭—যিহোবার সমবেদনা ও ধৈর্যকে হালকাভাবে নেওয়া উচিত নয় (প্রহরীদুর্গ ০৫ ১২/১ ২১ অনু. ৬)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
২বংশা ৩৩:১১—মনঃশিকে যখন বাবিলে নিয়ে যাওয়া হয়, তখন কোন ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হয়? (অন্তর্দৃষ্টি-১ ৬২ অনু. ২, ইংরেজি; প্রহরীদুর্গ ০৬ ১২/১ ৯ অনু. ৪)
২বংশা ৩৪:১-৩—যোশিয়ের উদাহরণ থেকে আমরা কোন উৎসাহ পেতে পারি? (প্রহরীদুর্গ ০৫ ১২/১ ২১ অনু. ৫)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: ২বংশা ৩৪:২২-৩৩ (৪ মিনিট বা এর চেয়ে কম)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-35 ট্র্যাক্টের বিষয়বস্তু তুলে ধরুন। পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-35 ট্র্যাক্টে তুলে ধরা বিষয়গুলোর প্রতি আগ্রহ দেখিয়েছেন, তার সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেটার নমুনা তুলে ধরুন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল অধ্যয়নের নমুনা দেখান। (বাইবেল শিক্ষা দেয় ৯-১০ অনু. ৬-৭)
খ্রিস্টীয় জীবনযাপন
অনুতাপ পার্থক্য নিয়ে আসে: (১০ মিনিট) একজন প্রাচীন বক্তৃতা দেবেন। (প্রহরীদুর্গ ০৬ ১১/১৫ ২৭-২৮ অনু. ৭-৯)
মন থেকে ক্ষমা করো: (৫ মিনিট) আলোচনা। যিহোবার বন্ধু হও—মন থেকে ক্ষমা করো ভিডিওটা দেখান। (jw.org/bn ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটের প্রকাশনাদি>ভিডিও-তে গিয়ে যিহোবার বন্ধু হও ধারাবাহিক ভিডিওগুলো থেকে দেখুন।) এরপর, ছোটো ছেলে-মেয়েরা এই ভিডিও থেকে যে-শিক্ষাগুলো লাভ করেছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৯ অনু. ১৩-২১, ১১৮ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫২ এবং প্রার্থনা