সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ২ বংশাবলি ৩৩-৩৬

যিহোবা প্রকৃত অনুতাপকে মূল্যবান বলে মনে করেন

যিহোবা প্রকৃত অনুতাপকে মূল্যবান বলে মনে করেন

মনঃশি

যিহোবা তাকে অশূরীয়দের দ্বারা বন্দি হতে ও সেইসঙ্গে শৃঙ্খলে বদ্ধ অবস্থায় বাবিলে নিয়ে যেতে দেন

বন্দিত্বের আগে শাসনের সময়

  • মিথ্যা দেবতাদের উদ্দেশে বেদি নির্মাণ করেন

  • নিজের সন্তানদের বলি হিসেবে উৎসর্গ করেন

  • নির্দোষ ব্যক্তিদের রক্তপাত করেন

  • প্রেতচর্চার সঙ্গে যুক্ত বিষয়গুলো দেশজুড়ে লোকেদের মধ্যে ছড়িয়ে দেন

মুক্ত হওয়ার পর শাসনের সময়

  • নিজেকে অত্যন্ত নম্র করেন

  • যিহোবার কাছে প্রার্থনা করেন; বলি উৎসর্গ করেন

  • মিথ্যা দেবতাদের উদ্দেশে সমস্ত বেদি দূর করেন

  • সমস্ত লোককে যিহোবার সেবা করার জন্য অনুপ্রাণিত করেন

যোশিয়

শাসনের পুরোটা সময়

  • যিহোবার অন্বেষণ করেন

  • যিহূদা ও যিরূশালেম পরিষ্কার করেন

  • যিহোবার গৃহ মেরামত করেন; ব্যবস্থাপুস্তক খুঁজে পান