জানুয়ারি ১৮-২৪
ইষ্রা ১-৫
গান ২৬ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা তাঁর প্রতিজ্ঞা রাখেন”: (১০ মিনিট) [ইষ্রা বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
ইষ্রা ৩:১-৬—যিহোবার ভবিষ্যদ্বাণী কখনো ব্যর্থ হয় না (প্রহরীদুর্গ ০৬ ১/১৫ ১৯ অনু. ২)
ইষ্রা ৫:১-৭—তাঁর লোকেরা যাতে সফল হয়, সেইজন্য যিহোবা বিষয়গুলোকে কৌশলে পরিচালিত করতে পারেন (প্রহরীদুর্গ ০৬ ১/১৫ ১৯ অনু. ৪; প্রহরীদুর্গ ৮৬ ১/১৫ ৯ অনু. ২, ইংরেজি; প্রহরীদুর্গ ৮৬ ২/১ ২৯ পৃষ্ঠায় দেওয়া বাক্স, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
ইষ্রা ১:৩-৬—যে-ইস্রায়েলীরা স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরে আসেনি, তারা কি বিশ্বাসে দুর্বল ছিল? (প্রহরীদুর্গ ০৬ ১/১৫ ১৭ অনু. ৫; ১৯ অনু. ১)
ইষ্রা ৪:১-৩—ইস্রায়েলীয়া কেন সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে? (প্রহরীদুর্গ ০৬ ১/১৫ ১৯ অনু. ৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: ইষ্রা ৩:১০–৪:৭ (৪ মিনিট বা এর চেয়ে কম)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-35 ট্র্যাক্টের পিছনের পৃষ্ঠার তথ্য ব্যবহার করে ট্র্যাক্টটা তুলে ধরুন। পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-35 ট্র্যাক্টের পিছনের পৃষ্ঠায় তুলে ধরা বিষয়বস্তুর প্রতি আগ্রহ দেখিয়েছেন, তার সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেটার নমুনা তুলে ধরুন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল অধ্যয়নের নমুনা দেখান। (বাইবেল শিক্ষা দেয় ২০-২১ অনু. ৬-৮)
খ্রিস্টীয় জীবনযাপন
“ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে”: (৫ মিনিট) মথি ৬:৩৩ এবং লূক ১২:২২-২৪ পদের উপর ভিত্তি করে বক্তৃতা। প্রকাশকরা যখন রাজ্যকে প্রথমে রেখেছে, তখন যিহোবা তাঁর প্রতিজ্ঞা অনুযায়ী যেভাবে তাদের বস্তুগত বিষয়ের যত্ন নিয়েছেন, সেই সম্বন্ধে অভিজ্ঞতা বলার জন্য তাদের আমন্ত্রণ জানান।
আপনার কথা কি “‘হাঁ’ আবার ‘না’ হয়”?: (১০ মিনিট) আলোচনা। (প্রহরীদুর্গ ১৪ ৩/১৫ ৩০-৩২)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৯ অনু. ২২-২৬, ১২৪ পৃষ্ঠায় দেওয়া বাক্স, ২৪৯-২৫১ পৃষ্ঠায় দেওয়া পরিশিষ্ট (৩০ মিনিট)
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৯ এবং প্রার্থনা