সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ইষ্রা ১-৫

যিহোবা তাঁর প্রতিজ্ঞা রাখেন

যিহোবা তাঁর প্রতিজ্ঞা রাখেন

যিরূশালেম মন্দিরে সত্য উপাসনা পুনর্স্থাপন করার বিষয়ে যিহোবা প্রতিজ্ঞা করেন। কিন্তু, নির্বাসিত ব্যক্তিরা বাবিল থেকে ফিরে আসার পর অসংখ্য বাধার মুখোমুখি হয়, যেগুলোর মধ্যে নির্মাণকাজ বন্ধ করার বিষয়ে রাজার আদেশও রয়েছে। অনেকে মনে করে, সেই নির্মাণকাজ হয়তো কখনো সমাপ্ত হবে না।

  1. খ্রিস্টপূর্ব প্রায় ৫৩৭ সাল

    কোরস মন্দির পুনর্নির্মাণের কাজ পুনরায় শুরু করার আদেশ দেন

  2. ৩:৩

    সপ্তম মাস

    বেদিস্থাপন করা হয়; বলি উৎসর্গ করা হয়

  3. ৩:১০, ১১

    খ্রিস্টপূর্ব ৫৩৬ সাল

    ভিত্তিস্থাপন করা হয়

  4. ৪:২৩, ২৪

    খ্রিস্টপূর্ব ৫২২ সাল

    রাজা অর্তক্ষস্ত নির্মাণকাজ বন্ধ করার আদেশ দেন

  5. ৫:১, ২

    খ্রিস্টপূর্ব ৫২০ সাল

    সখরিয় ও হগয় লোকেদের পুনরায় নির্মাণকাজ শুরু করার জন্য উৎসাহিত করেন

  6. ৬:১৫

    খ্রিস্টপূর্ব ৫১৫ সাল

    মন্দির নির্মাণ সমাপ্ত হয়