সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ২৫-৩১

ইষ্রা ৬-১০

জানুয়ারি ২৫-৩১
  • গান ১০ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার ব্রোশার তুলে ধরুন এবং পাঠ ৮ থেকে প্রশ্ন ১ ও অনুচ্ছেদ ১ আলোচনা করুন। পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার ব্রোশার নিয়েছেন এমন কারো সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেটার একটা নমুনা দেখান। পাঠ ৮ থেকে প্রশ্ন ১ ও অনুচ্ছেদ ২ আলোচনা করুন। পরের সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার ব্রোশারের পাঠ ৮ থেকে প্রশ্ন ২ ব্যবহার করে একটা বাইবেল অধ্যয়নের নমুনা দেখান।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১

  • পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—পুনর্সাক্ষাৎ করার ভিত্তিস্থাপন করে।”: (৭ মিনিট) আলোচনা। T-35 ট্র্যাক্ট এবং সুসমাচার ব্রোশার অর্পণ করার পর, প্রকাশকরা কীভাবে পুনর্সাক্ষাতের ভিত্তিস্থাপন করেছেন, সেই সম্বন্ধে আলোচনা করার মাধ্যমে মূল বিষয়গুলো তুলে ধরুন। জানুয়ারি মাসের দক্ষতা বাড়ানো ভিডিওটা দেখান, যেখানে প্রকাশকদের দেখানো হবে যে, সুসমাচার ব্রোশার অর্পণ করার পর কীভাবে পুনর্সাক্ষাতের ভিত্তিস্থাপন করা হয়।

  • স্থানীয় প্রয়োজন: (৮ মিনিট)

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১০ অনু. ১-৮ (৩০ মিনিট)

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৩৬ এবং প্রার্থনা