যিহোবা ইচ্ছুক দাসদের চান
ইষ্রা যিরূশালেমে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন
-
যিরূশালেমে ফিরে গিয়ে যিহোবার সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইষ্রা রাজা অর্তক্ষস্তের কাছ থেকে অনুমতি পান
-
যিহোবার গৃহের জন্য রাজা অর্তক্ষস্ত ইষ্রাকে “তাঁহার সমস্ত বাঞ্ছিত বিষয়” দেন, যেগুলোর মধ্যে রয়েছে সোনা, রুপো, গম, দ্রাক্ষারস, তেল এবং লবণ আর এগুলোর বর্তমান মূল্য ১০,০০,০০,০০০ মার্কিন ডলারেরও বেশি
ইষ্রা এই নির্ভরতা রাখেন যে, যিহোবা তাঁর দাসদের রক্ষা করতে পারেন
-
যিরূশালেমে ফিরে যাওয়া কঠিন হবে
-
বিপদজনক এলাকার মধ্য দিয়ে সম্ভাব্য যাত্রাপথের দূরত্ব প্রায় ১,৬০০ কিলোমিটার (১,০০০ মাইল)
-
যাত্রার জন্য প্রায় ৪ মাস সময় লাগে
-
যারা ফিরে আসে তাদের দৃঢ়বিশ্বাস, সত্য উপাসনার জন্য উদ্যোগ এবং সাহসের প্রয়োজন হয়
যাত্রার সময় ইষ্রা সঙ্গে করে . . .
সোনা এবং রুপো নিয়ে যান, যেগুলোর ওজন ৭৫০ তালন্তেরও বেশি অথবা আফ্রিকার প্রায় তিনটে পূর্ণবয়স্ক হাতির সমান!
ফিরে আসা ব্যক্তিরা যে-বাধাগুলোর মুখোমুখি হয় . . .
লুটকারী দল, মরুভূমি এলাকা, হিংস্র প্রাণ