খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো —পুনর্সাক্ষাৎ করার ভিত্তিস্থাপন করে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ:
আমরা সত্যের যে-বীজ বপন করেছি, তাতে জল সেচন করতে চাই। (১করি ৩:৬) আমরা যখন কোনো আগ্রহী ব্যক্তিকে খুঁজে পাই, তখন একটা প্রশ্ন রেখে আসা ভালো, যাতে আমরা পরের বার তার সঙ্গে আলোচনা করতে পারি। এটা গৃহকর্তার মধ্যে জানার আগ্রহ জাগিয়ে তুলবে ও সেইসঙ্গে পুনর্সাক্ষাতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া সহজ হবে। আমরা ফিরে গিয়ে তাকে বলতে পারি, আগের বার এসে আমরা আপনার কাছে যে-প্রশ্নটা রেখে গিয়েছিলাম, সেটার উত্তর দেওয়ার জন্য এসেছি।
যেভাবে এটা করা যায়:
-
ঘরে ঘরে পরিচর্যার জন্য উপস্থাপনা প্রস্তুত করার সময় রেখে আসার মতো একটা প্রশ্নও তৈরি করুন, যেটার উত্তর আপনি পরের বার দেবেন। এটা এমন কোনো প্রশ্ন হতে পারে, যেটার উত্তর আপনি যে-সাহিত্য অর্পণ করবেন, সেটার মধ্যে রয়েছে। অথবা এটা এমন প্রশ্নও হতে পারে, যেটার উত্তর পুনর্সাক্ষাৎ করার সময় অধ্যয়নের জন্য যে-প্রকাশনা আপনি দেবেন বলে ঠিক করেছেন, সেটার মধ্যে রয়েছে।
-
আগ্রহী ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলার পর, শেষে তাকে বলুন, আপনি আবার এসে তার সঙ্গে কথা বলতে চান। এরপর তার কাছে সেই প্রশ্নটা রেখে আসুন, যেটা আপনি প্রস্তুত করেছেন। যদি সম্ভব হয়, তা হলে কীভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়, সেটা জেনে নিন।
-
আপনি যদি পুনরায় ফিরে যাওয়ার জন্য গৃহকর্তাকে কোনো নির্দিষ্ট সময় দিয়ে থাকেন, তা হলে ঠিক সেই সময়ই ফিরে যান।—মথি ৫:৩৭.