সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জানুয়ারি ৪-১০

২ বংশাবলি ২৯-৩২

জানুয়ারি ৪-১০
  • গান ৩৭ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। T-35 ট্র্যাক্টের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রথমটা ব্যবহার করে নমুনা দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। প্রকাশক কীভাবে পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করেছেন, সেটার উপর জোর দিন। একইভাবে, ট্র্যাক্টের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র দ্বিতীয়টা ব্যবহার করে নমুনা দেখান এবং এরপর সুসমাচার ব্রোশারের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র ভিডিওটা দেখান। সুসমাচার ব্রোশার ব্যবহার করে যেভাবে একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা যায়,” শিরোনামের বিষয়বস্তু তুলে ধরুন। প্রকাশকদের নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য উৎসাহিত করুন।

খ্রিস্টীয় জীবনযাপন