জানুয়ারি ৪-১০
২ বংশাবলি ২৯-৩২
গান ৩৭ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সত্য উপাসনার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন”: (১০ মিনিট)
২বংশা ২৯:১০-১৭—হিষ্কিয় দৃঢ়ভাবে সত্য উপাসনা পুনর্স্থাপন করেন
২বংশা ৩০:৫, ৬, ১০-১২—হিষ্কিয় সৎহৃদয়ের সমস্ত ব্যক্তিকে উপাসনার জন্য একত্রিত হতে আমন্ত্রণ জানান
২বংশা ৩২:২৫, ২৬—হিষ্কিয় নিজের অহংকারী মনোভাব বুঝতে পেরে নম্র হন (প্রহরীদুর্গ ০৫ ১০/১৫ ২৫ অনু. ২০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
২বংশা ২৯:১১—হিষ্কিয় কীভাবে অগ্রাধিকারের বিষয়ে এক উত্তম উদাহরণস্থাপন করেন? (প্রহরীদুর্গ ১৩ ১১/১৫ ১৭ অনু. ৬-৭)
২বংশা ৩২:৭, ৮—ভবিষ্যতে বিভিন্ন কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে ব্যাবহারিক কোন পদক্ষেপ নিতে পারি? (প্রহরীদুর্গ ১৩ ১১/১৫ ২০ অনু. ১৭)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: ২বংশা ৩১:১-১০ (৪ মিনিট বা এর চেয়ে কম)
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। T-35 ট্র্যাক্টের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রথমটা ব্যবহার করে নমুনা দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। প্রকাশক কীভাবে পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করেছেন, সেটার উপর জোর দিন। একইভাবে, ট্র্যাক্টের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র দ্বিতীয়টা ব্যবহার করে নমুনা দেখান এবং এরপর সুসমাচার ব্রোশারের জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র ভিডিওটা দেখান। “সুসমাচার ব্রোশার ব্যবহার করে যেভাবে একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করা যায়,” শিরোনামের বিষয়বস্তু তুলে ধরুন। প্রকাশকদের নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য উৎসাহিত করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“আমাদের সত্য উপাসনার স্থান নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ করার সুযোগ”: (১৫ মিনিট) আলোচনা। যারা কিংডম হল নির্মাণকাজে অংশ নিয়ে আনন্দ লাভ করেছে, তাদের সেই আনন্দ সম্বন্ধে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানান। যে-ভাই স্থানীয় মণ্ডলীর ব্যবস্থা অনুযায়ী কিংডম হল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ দেখাশোনা করেন, সংক্ষেপে তার সাক্ষাৎকার নিন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ৯ অনু. ১-১২, ১১৫ পৃষ্ঠায় দেওয়া বাক্স (৩০ মিনিট)
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৪৮ এবং প্রার্থনা