সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

আমাদের সত্য উপাসনার স্থান নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ করার সুযোগ

আমাদের সত্য উপাসনার স্থান নির্মাণ ও তা রক্ষণাবেক্ষণ করার সুযোগ

ইস্রায়েলের মন্দির নির্মাণ করার জন্য যথেষ্ট কাজ এবং অর্থের প্রয়োজন ছিল। তবে, ইস্রায়েলীয়রা উদ্যোগের সঙ্গে সেই কল্পের কাজে সমর্থন জুগিয়েছিল। (১বংশা ২৯:২-৯; ২বংশা ৬:৭, ৮) মন্দির নির্মাণকাজ সমাপ্ত হওয়ার পর, ইস্রায়েলীয়রা যেভাবে সেটা রক্ষণাবেক্ষণ করেছিল, তাতে তাদের আধ্যাত্মিকতা আসলে কেমন তা প্রকাশ পেয়েছিল। (২রাজা ২২:৩-৬; ২বংশা ২৮:২৪; ২৯:৩) বর্তমানে, খ্রিস্টানরা কিংডম হল ও সম্মেলন হল নির্মাণ, পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট সময় ও শ্রম দিয়ে থাকে। কিন্তু, এভাবে যিহোবার সঙ্গে কাজ করা এক বিশেষ সুযোগ। এ ছাড়া, এটা আমাদের পবিত্র উপাসনারও এক অংশ।—গীত ১২৭:১; প্রকা ৭:১৫.

আমরা যা করতে পারি . . .

  • প্রতিটা সভার পর সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখা। আপনার যদি তা করার মতো পরিস্থিতি না থাকে, তা হলে অন্ততপক্ষে নিজের আসনের চারপাশটা পরিষ্কার করুন এবং গুছিয়ে রাখুন।

  • কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়মিত অংশ নেওয়া। অনেকে একসঙ্গে কাজ করলে তা আরও আনন্দদায়ক এবং সহজ হয়ে ওঠে। ‘ঈশ্বরের প্রেম’ ১০৫ অনু. ১৮.

  • আর্থিক সাহায্য দেওয়া। এমনকী হৃদয় থেকে দেওয়া ‘দুইটী ক্ষুদ্র মুদ্রাও’ যিহোবাকে আনন্দিত করে।—মার্ক ১২:৪১-৪৪.

  • যদি পরিস্থিতি অনুযায়ী সম্ভব হয়, তা হলে উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন স্থান নির্মাণ ও সংস্কারের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করা। এই কাজে অংশ নেওয়ার জন্য যে নির্মাণকাজের অভিজ্ঞতা থাকতে হবে এমন নয়।