সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ২ বংশাবলি ২৯-৩২

সত্য উপাসনার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন

সত্য উপাসনার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন

হিষ্কিয় দৃঢ়ভাবে সত্য উপাসনা পুনর্স্থাপন করেন

২৯:১০-১৭

  • খ্রিস্টপূর্ব ৭৪৬ সাল-খ্রিস্টপূর্ব ৭১৬ সাল

    হিষ্কিয়ের শাসনকাল

  • নিশান

    • ১ম-৮ম দিন: মন্দির পরিষ্কার করা হয়

    • ৯ম-১৬তম দিন: মন্দির শুচীকরণের কাজ সমাপ্ত হয়

    • সমস্ত ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত এবং সত্য উপাসনার পুনর্স্থাপন শুরু হয়

  • খ্রিস্টপূর্ব ৭৪০ সাল

    শমরিয়ার পতন

হিষ্কিয় সৎহৃদয়ের সমস্ত ব্যক্তিকে উপাসনার জন্য একত্রিত হতে আমন্ত্রণ জানান

৩০:৫, ৬, ১০-১২

  • বার্তাবাহকেরা বের্‌-শেবা থেকে দান পর্যন্ত পুরো দেশে নিস্তারপর্বের ঘোষণা সম্বন্ধীয় চিঠি বিতরণ করার জন্য বের হয়

  • যদিও কেউ কেউ বিদ্রূপ করে, কিন্তু অনেকে আমন্ত্রণে সাড়া দেয়