সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে? (T-33 ট্র্যাক্ট)

প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জন্য অনেক উপকার নিয়ে এসেছে। কিন্তু, একইসঙ্গে মানুষ এই বিষয়গুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে পরিবেশ দূষণ, দৌরাত্ম্য ও অনৈক্যের সৃষ্টি হয়েছে। আপনি কি কখনো এর সমাধান নিয়ে চিন্তা করেছেন?

শাস্ত্রপদ: গীত ৭২:১৩, ১৪

অর্পণ: কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে এবং মানুষের স্বার্থপর শাসনের ফলে যে-মন্দ প্রভাবগুলো দেখা যাচ্ছে, সেগুলো কীভাবে আমাদের সৃষ্টিকর্তা দূর করে দেবেন, তা এই ট্র্যাক্টে তুলে ধরা হয়েছে।

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

প্রশ্ন: এই জগতের শেষ কি খুব কাছেই?

শাস্ত্রপদ: মথি ২৪:৩, ৭, ১৪

সত্য: শাস্ত্রে উল্লেখিত এই ভবিষ্যদ্‌বাণী দেখায়, আমরা শেষকালে বাস করছি। কিন্তু, এটা ভালো খবর কারণ এর অর্থ হল, খুব শীঘ্র ভালো সময় আসতে চলেছে।

আপনি কি সত্য জানতে চান? (সত্য জানতে চান)

প্রশ্ন: আমাদের মধ্যে অনেকেই এইরকম প্রশ্ন নিয়ে চিন্তা করে থাকে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? কীভাবে জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়? কিংবা এইরকম আরও অন্যান্য প্রশ্ন। আপনার কী মনে হয়, আমরা কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পারি?

শাস্ত্রপদ: যোহন ১৭:১৭

অর্পণ: এই ট্র্যাক্টে এই প্রশ্নগুলোর এবং অন্যান্য আরও প্রশ্নের সঠিক ও সন্তোষজনক উত্তর পাওয়া যায়।

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।