জানুয়ারি ১৬-২২
যিশাইয় ৩৪-৩৭
গান ৩১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“হিষ্কিয় তার বিশ্বাসের জন্য পুরস্কার লাভ করেন”: (১০ মিনিট)
যিশা ৩৬:১, ৪-১০, ১৫, ১৮-২০—অশূরীয়রা যিহোবাকে টিটকারি দেয় এবং তাঁর লোকেদের হুমকি দেয় (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ৩৮৬-৩৮৮ অনু. ৭-১৪, ইংরেজি)
যিশা ৩৭:১, ২, ১৪-২০—হিষ্কিয় যিহোবার উপর নির্ভর করেন (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ৩৮৯-৩৯১ অনু. ১৫-১৭)
যিশা ৩৭:৩৩-৩৮—যিহোবা তাঁর লোকেদের রক্ষা করার জন্য পদক্ষেপ নেন (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-১ ৩৯১-৩৯৪ অনু. ১৮-২২)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিশা ৩৫:৮—“পবিত্রতার পথ” কী এবং কারা এই পথে চলার যোগ্য? (প্রহরীদুর্গ ০৮ ৫/১৫ ২৬ অনু. ৪; ২৭ অনু. ১)
যিশা ৩৬:২, ৩, ২২—কীভাবে শিব্ন শাসন গ্রহণ করার বিষয়ে উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন? (প্রহরীদুর্গ ০৭ ১/১৫ ৮ অনু. ৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৩৬:১-১২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) মথি ২৪:৩, ৭, ১৪—সত্য সম্বন্ধে শিক্ষা দিন—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ২তীম ৩:১-৫—সত্য সম্বন্ধে শিক্ষা দিন—JW.ORG কনট্যাক্ট কার্ড দিন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় অধ্যায় ৩ অনু. ১১-১২—সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
“হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি”: (১৫ মিনিট) প্রশ্নোত্তর। শুরুতে “হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি”—অংশ-বিশেষ শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৪ অনু. ১-১৩
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২১ এবং প্রার্থনা