খ্রিস্টীয় জীবনযাপন
“হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি”
ভালো ও মন্দ উভয় সময়ই যিহোবার উপর নির্ভর করা খুবই গুরুত্বপূর্ণ। (গীত ২৫:১, ২) খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে যিহূদার যিহুদিরা এমন এক সমস্যার সম্মুখীন হয়, যেটা ঈশ্বরের উপর তাদের নির্ভরতাকে পরীক্ষার মুখে ফেলে। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। (রোমীয় ১৫:৪) “হে আমার ঈশ্বর, তোমার উপরই আমি নির্ভর করি” শিরোনামের ভিডিওটা দেখার পর, কীভাবে আপনারা পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেবেন?
-
১. হিষ্কিয় কোন সমস্যার সম্মুখীন হন?
-
২. হিষ্কিয় যখন আক্রমণের আশঙ্কা করেন, তখন কীভাবে তিনি হিতোপদেশ ২২:৩ পদে প্রাপ্ত নীতি কাজে লাগান?
-
৩. কেন হিষ্কিয় অশূরের কাছে আত্মসমর্পণ করার অথবা মিশরের সাহায্য নেওয়ার কথা চিন্তা করেননি?
-
৪. কীভাবে হিষ্কিয় খ্রিস্টানদের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেন?
-
৫. বর্তমানে কোন পরিস্থিতিগুলোর কারণে যিহোবার উপর আমাদের নির্ভরতা পরীক্ষার মুখে পড়ে?