খ্রিস্টীয় জীবনযাপন
তাড়নার মধ্যে রয়েছে, এমন খ্রিস্টানদের জন্য প্রার্থনা করুন
বাইবেলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, আমাদের পরিচর্যাকে ব্যাহত করার জন্য শয়তান আমাদের উপর তাড়না নিয়ে আসবে। (যোহন ১৫:২০; প্রকা ১২:১৭) কীভাবে আমরা সেইসমস্ত সহখ্রিস্টানকে সাহায্য করতে পারি, যারা বিভিন্ন দেশে তাড়না ভোগ করছে? আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। “ধার্ম্মিকের বিনতি কার্য্যসাধনে মহাশক্তিযুক্ত।”—যাকোব ৫:১৬.
আমরা কীসের জন্য প্রার্থনা করতে পারি? আমরা যিহোবার কাছে প্রার্থনা করতে পারি, যেন তিনি আমাদের ভাই-বোনদের জন্য সাহস জোগান এবং তাদের ভয় না পেতে সাহায্য করেন। (যিশা ৪১:১০-১৩) এ ছাড়া, আমরা কর্তৃপক্ষের জন্য প্রার্থনা করতে পারি, যাতে তারা প্রচার কাজের প্রতি অনুকূল মনোভাব দেখায়, “যেন আমরা . . . নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি।”—১তীম ২:১, ২.
প্রথম শতাব্দীতে পৌল ও পিতর যখন তাড়নার সম্মুখীন হয়েছিলেন, তখন খ্রিস্টান ভাই-বোনেরা তাদের নাম উল্লেখ করে প্রার্থনা করেছিলেন। (প্রেরিত ১২:৫; রোমীয় ১৫:৩০, ৩১) বর্তমানে যারা তাড়নার মধ্যে রয়েছে, তাদের সকলের নাম যদি আমরা না-ও জানি, তবুও আমরা কি তাদের মণ্ডলী, দেশ অথবা এলাকার নাম উল্লেখ করে প্রার্থনা করতে পারি?