সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

তাড়নার মধ্যে রয়েছে, এমন খ্রিস্টানদের জন্য প্রার্থনা করুন

তাড়নার মধ্যে রয়েছে, এমন খ্রিস্টানদের জন্য প্রার্থনা করুন

বাইবেলে ভবিষ্যদ্‌বাণী করা হয়েছে যে, আমাদের পরিচর্যাকে ব্যাহত করার জন্য শয়তান আমাদের উপর তাড়না নিয়ে আসবে। (যোহন ১৫:২০; প্রকা ১২:১৭) কীভাবে আমরা সেইসমস্ত সহখ্রিস্টানকে সাহায্য করতে পারি, যারা বিভিন্ন দেশে তাড়না ভোগ করছে? আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। “ধার্ম্মিকের বিনতি কার্য্যসাধনে মহাশক্তিযুক্ত।”—যাকোব ৫:১৬.

আমরা কীসের জন্য প্রার্থনা করতে পারি? আমরা যিহোবার কাছে প্রার্থনা করতে পারি, যেন তিনি আমাদের ভাই-বোনদের জন্য সাহস জোগান এবং তাদের ভয় না পেতে সাহায্য করেন। (যিশা ৪১:১০-১৩) এ ছাড়া, আমরা কর্তৃপক্ষের জন্য প্রার্থনা করতে পারি, যাতে তারা প্রচার কাজের প্রতি অনুকূল মনোভাব দেখায়, “যেন আমরা . . . নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন যাপন করিতে পারি।”—১তীম ২:১, ২.

প্রথম শতাব্দীতে পৌল ও পিতর যখন তাড়নার সম্মুখীন হয়েছিলেন, তখন খ্রিস্টান ভাই-বোনেরা তাদের নাম উল্লেখ করে প্রার্থনা করেছিলেন। (প্রেরিত ১২:৫; রোমীয় ১৫:৩০, ৩১) বর্তমানে যারা তাড়নার মধ্যে রয়েছে, তাদের সকলের নাম যদি আমরা না-ও জানি, তবুও আমরা কি তাদের মণ্ডলী, দেশ অথবা এলাকার নাম উল্লেখ করে প্রার্থনা করতে পারি?

এমন দেশগুলোর নাম লিখুন, যেখানে বসবাসরত তাড়িত খ্রিস্টানদের জন্য আপনি প্রার্থনা করতে চান।