লাইবেরিয়ার মনরোভিয়ার কাছাকাছি এক জায়গায় সাক্ষ্যদান করা হচ্ছে

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা জানুয়ারি ২০১৮

কথোপকথনের নমুনা

বাইবেল যে আমাদের দিনেও ব্যাবহারিক, সেই বিষয়ে ধারাবাহিক কথোপকথনের নমুনা।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“স্বর্গ-রাজ্য সন্নিকট হইল”

যোহন সাদাসিধে জীবনযাপন করতেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করার ক্ষেত্রে পুরোপুরি নিয়োজিত ছিলেন। বর্তমানে, এক সাদাসিধে জীবন আমাদেরও ঈশ্বরের সেবায় আরও বেশি কিছু করতে সাহায্য করবে।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিশুর পর্বতেদত্ত উপদেশ থেকে যে-শিক্ষা লাভ করা যায়

আমাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন হওয়ার অর্থ কী?কীভাবে আমরা আমাদের আধ্যাত্মিক খাদ্য গ্রহণের তালিকা উন্নত করতে পারি?

খ্রিস্টীয় জীবনযাপন

প্রথমে আপনার ভাইয়ের সঙ্গে শান্তিস্থাপন করুন​—⁠কীভাবে?

আমাদের ভাইয়ের সঙ্গে শান্তিস্থাপন করা এবং ঈশ্বরকে গ্রহণযোগ্য উপাসনা প্রদান করার মধ্যে যে-সম্পর্ক রয়েছে, সেই সম্বন্ধে যিশু কী শিখিয়েছিলেন?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করুন

প্রার্থনায় আমরা যা-কিছু চাই, সেগুলোর মধ্যে কোন বিষয়কে আমাদের জীবনে প্রথম স্থানে রাখতে হবে?

খ্রিস্টীয় জীবনযাপন

উদ্‌বিগ্ন হবেন না

পর্বতেদত্ত উপদেশে যিশু যখন তাঁর শিষ্যদের উদ্‌বিগ্ন হতে বারণ করেছিলেন, তখন তিনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিশু লোকেদের ভালোবাসতেন

লোকেদের সুস্থ করার সময় যিশু তাঁর ক্ষমতা প্রদর্শন করেছিলেন, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়টা হল, তিনি অন্যদের প্রতি গভীর প্রেম ও সমবেদনা দেখিয়েছিলেন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিশু সতেজতা প্রদান করেন

আমরা যখন বাপ্তিস্ম নেওয়ার সময় যিশুর শিষ্য হওয়ার জোয়াল গ্রহণ করি, তখন আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাজ ও দায়িত্ব গ্রহণ করি কিন্তু তা করা সতেজতাদায়ক।