খ্রিস্টীয় জীবনযাপন
উদ্বিগ্ন হবেন না
যিশু তাঁর পর্বতেদত্ত উপদেশে বলেছিলেন: “প্রাণের বিষয়ে . . . ভাবিত হইও না।” (মথি ৬:২৫) অসিদ্ধ মানুষ হিসেবে শয়তানের জগতে বাস করার সময় আমরা কখনো কখনো উদ্বিগ্ন হয়ে পড়ি আর এটা খুবই স্বাভাবিক। কিন্তু, যিশু তাঁর অনুসারীদের চরম উদ্বিগ্নতা এড়িয়ে চলার জন্য শিক্ষা দিয়েছিলেন। (গীত ১৩:২) কেন? কারণ অযথা উদ্বিগ্নতা যেমন, আমাদের দৈনন্দিন প্রয়োজনগুলো নিয়ে চিন্তা করা আমাদের বিক্ষিপ্ত করতে পারে এবং প্রথমে রাজ্যের বিষয় চেষ্টা করাকে আরও কঠিন করে তুলতে পারে। (মথি ৬:৩৩) যিশুর পরবর্তী কথাগুলো আমাদের অযথা উদ্বিগ্ন না হতে সাহায্য করবে।
-
মথি ৬:২৬—পাখিদের লক্ষ করার মাধ্যমে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ১৬.০৭ ৯-১০ অনু. ১১-১৩)
-
মথি ৬:২৭—কেন অযথা উদ্বিগ্ন হলে সময় ও শক্তির অপচয় হয়? (প্রহরীদুর্গ ০৫ ১১/১ ২২ অনু. ৫)
-
মথি ৬:২৮-৩০—মাঠের কানুড় পুষ্প থেকে আমরা কোন শিক্ষা লাভ করতে পারি? (প্রহরীদুর্গ ১৬.০৭ ১০-১১ অনু. ১৫-১৬)
-
মথি ৬:৩১, ৩২—কোন কোন ক্ষেত্রে খ্রিস্টানরা সেই লোকেদের থেকে আলাদা, যারা যিহোবাকে জানে না? (প্রহরীদুর্গ ১৬.০৭ ১১ অনু. ১৭)
আমি কোন বিষয়গুলো নিয়ে আর উদ্বিগ্ন হতে চাই না?