সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

উদ্‌বিগ্ন হবেন না

উদ্‌বিগ্ন হবেন না

যিশু তাঁর পর্বতেদত্ত উপদেশে বলেছিলেন: “প্রাণের বিষয়ে . . . ভাবিত হইও না।” (মথি ৬:২৫) অসিদ্ধ মানুষ হিসেবে শয়তানের জগতে বাস করার সময় আমরা কখনো কখনো উদ্‌বিগ্ন হয়ে পড়ি আর এটা খুবই স্বাভাবিক। কিন্তু, যিশু তাঁর অনুসারীদের চরম উদ্‌বিগ্নতা এড়িয়ে চলার জন্য শিক্ষা দিয়েছিলেন। (গীত ১৩:২) কেন? কারণ অযথা উদ্‌বিগ্নতা যেমন, আমাদের দৈনন্দিন প্রয়োজনগুলো নিয়ে চিন্তা করা আমাদের বিক্ষিপ্ত করতে পারে এবং প্রথমে রাজ্যের বিষয় চেষ্টা করাকে আরও কঠিন করে তুলতে পারে। (মথি ৬:৩৩) যিশুর পরবর্তী কথাগুলো আমাদের অযথা উদ্‌বিগ্ন না হতে সাহায্য করবে।

আমি কোন বিষয়গুলো নিয়ে আর উদ্‌বিগ্ন হতে চাই না?