জানুয়ারি ১-৭
মথি ১-৩
গান ৩০ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“স্বর্গ-রাজ্য সন্নিকট হইল”: (১০ মিনিট)
[মথি বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
মথি ৩:১, ২—যোহন বাপ্তাইজক ঘোষণা করেছিলেন, স্বর্গীয় রাজ্যের ভাবী রাজা শীঘ্রই আবির্ভূত হবেন (“প্রচার করা,” “রাজ্য,” “স্বর্গরাজ্য,” “কাছে এসে গিয়েছে” স্টাডি নোট—মথি ৩:১, ২, nwtsty)
মথি ৩:৪—যোহন বাপ্তাইজক সাদাসিধে জীবনযাপন করতেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করার ক্ষেত্রে পুরোপুরি নিয়োজিত ছিলেন (“যোহন বাপ্তাইজকের পোশাক-আশাক ও বাহ্যরূপ” “পঙ্গপাল,” “বনমধু” মিডিয়া—মথি ৩:৪, nwtsty)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
মথি ১:৩—কেন মথি বইয়ে যিশুর বংশতালিকায় পুরুষদের সঙ্গে পাঁচ জন নারীর নাম উল্লেখ করা হয়েছে বলে মনে হয়? (“তামর” স্টাডি নোট—মথি ১:৩, nwtsty)
মথি ৩:১১—কীভাবে আমরা জানি, বাপ্তিস্মের সঙ্গে জলে সম্পূর্ণ নিমজ্জিত হওয়া জড়িত? (“তোমাদের বাপ্তাইজ করছি” স্টাডি নোট—মথি ৩:১১, nwtsty)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মথি ১:১-১৭
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাতের ভিডিও: (৪ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।
প্রথম পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দেখুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ৪ অনু. ৬-৭
খ্রিস্টীয় জীবনযাপন
বার্ষিক পরিচর্যা রিপোর্ট: (১৫ মিনিট) একজন প্রাচীন বক্তৃতা দেবেন। শাখা অফিসের কাছ থেকে পাওয়া বার্ষিক পরিচর্যা রিপোর্ট পড়ুন আর তারপর কয়েক জন প্রকাশকের সাক্ষাৎকার নিন। গত বছর পরিচর্যায় তারা যে-অসাধারণ অভিজ্ঞতা লাভ করেছিল, সেই বিষয় মন্তব্য করার জন্য তাদের আগে থেকে বাছাই করে রাখুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১০ অনু. ১৮-২১, ১০৬ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৪৮ এবং প্রার্থনা