জানুয়ারি ২২-২৮
মথি ৮-৯
গান ২৫ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিশু লোকেদের ভালোবাসতেন”: (১০ মিনিট)
মথি ৮:১-৩—যিশু একজন কুষ্ঠ রোগীর প্রতি যে-সমবেদনা দেখিয়েছিলেন, তা অন্যদের থেকে আলাদা ছিল (“তিনি তাকে স্পর্শ করলেন,” “আমি চাই” স্টাডি নোট—মথি ৮:৩, nwtsty)
মথি ৯:৯-১৩—যিশু সেইসমস্ত ব্যক্তিকে ভালোবাসতেন, যাদের অন্যেরা অবহেলা করত (“খেতে বসলেন,” “কর আদায়কারী” স্টাডি নোট—মথি ৯:১০, nwtsty)
মথি ৯:৩৫-৩৮—লোকেদের প্রতি ভালোবাসা, এমনকী ক্লান্ত থাকার সময়ও যিশুকে সুসমাচার প্রচার করতে এবং ঈশ্বরের কাছে আরও কর্মী পাঠানোর জন্য প্রার্থনা করতে পরিচালিত করেছিল (“গভীর সমবেদনা বোধ করলেন” স্টাডি নোট—মথি ৯:৩৬, nwtsty)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
মথি ৮:৮-১০—এক শতপতির সঙ্গে যিশুর কথাবার্তা থেকে আমরা কী শিখতে পারি? (প্রহরীদুর্গ ০২ ৮/১৫ ১৩ অনু. ১৬)
মথি ৯:১৬, ১৭—এই দুটো দৃষ্টান্ত ব্যবহার করে যিশু কী বোঝাতে চেয়েছিলেন? (যিশুই পথ, সত্য ও জীবন ৭০ অনু. ৬, ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মথি ৮:১-১৭
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ৪ অনু. ১৮-১৯
খ্রিস্টীয় জীবনযাপন
‘ঈশ্বর যীশুকেই প্রভু ও খ্রীষ্ট করিয়াছেন’—ভাগ ১, অংশ-বিশেষ: (১৫ মিনিট) আলোচনা। মথি ৯:১৮-২৫ পদ পড়ার এবং ভিডিওর অংশ-বিশেষ দেখার পর এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
কীভাবে যিশু দেখিয়েছিলেন, সেই অসুস্থ মহিলা ও যায়ীরের প্রতি তাঁর চিন্তা রয়েছে?
কীভাবে এই বিবরণ রাজ্য শাসনের অধীনে ভবিষ্যৎ সম্বন্ধে করা বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে?
কোন কোন উপায়ে আমরা লোকেদের প্রতি দেখানো যিশুর ভালোবাসাকে অনুকরণ করতে পারি?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১১ অনু. ১৭-২২, ১১৬ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২ এবং প্রার্থনা