যিশু লোকেদের ভালোবাসতেন
মথি ৮ ও ৯ অধ্যায় গালীল প্রদেশে যিশুর পরিচর্যার ঘটনা তুলে ধরে। লোকেদের সুস্থ করার সময় যিশু তাঁর ক্ষমতা প্রদর্শন করেছিলেন, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়টা হল, তিনি অন্যদের প্রতি গভীর প্রেম ও সমবেদনা দেখিয়েছিলেন।
-
১ যিশু একজন কুষ্ঠ রোগীকে সুস্থ করেন।—মথি ৮:১-৩
-
২ যিশু একজন শতপতির দাসকে সুস্থ করেন।—মথি ৮:৫-১৩
যিশু পিতরের শাশুড়িকে সুস্থ করেন।—মথি ৮:১৪, ১৫
তিনি ভূত ছাড়ান এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন।—মথি ৮:১৬, ১৭
-
৩ যিশু খুবই ভয়ংকর মন্দ আত্মাদের দূর করেন এবং তাদের এক পাল শূকরের মধ্যে যেতে দেন।—মথি ৮:২৮-৩২
-
৪ যিশু একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করেন।—মথি ৯:১-৮
তিনি এমন এক স্ত্রীলোককে সুস্থ করেন, যিনি তাঁর বস্ত্র স্পর্শ করেছিলেন আর সেইসঙ্গে যায়ীরের মেয়েকে পুনরুত্থিত করেন।—মথি ৯:১৮-২৬
তিনি অন্ধ ও বোবা ব্যক্তিদের সুস্থ করেন।—মথি ৯:২৭-৩৪
-
৫ যিশু নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করেন এবং সমস্ত প্রকারের রোগব্যাধি থেকে লোকেদের সুস্থ করেন।—মথি ৯:৩৫, ৩৬
কীভাবে আমি আমার চারপাশের লোকেদের প্রতি আরও প্রেম ও সমবেদনা দেখাতে পারি?