যিশু সতেজতা প্রদান করেন
“আমার যোঁয়ালি সহজ”
একজন ছুতোর মিস্ত্রি হিসেবে যিশু জানতেন, কীভাবে জোয়াল তৈরি করতে হয় এবং তিনি হয়তো সেটাকে কাপড় বা চামড়া দিয়ে মুড়ে দিতেন, যাতে কাজ করা যতটা সম্ভব আরামদায়ক হয়। আমরা যখন বাপ্তিস্ম নেওয়ার সময় যিশুর শিষ্য হওয়ার জোয়াল গ্রহণ করি, তখন আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাজ ও দায়িত্ব গ্রহণ করি কিন্তু তা করা সতেজতাদায়ক কারণ এর মাধ্যমে অনেক আশীর্বাদ লাভ করা যায়।
যিশুর জোয়ালের নীচে আসার পর থেকে আপনি কোন কোন আশীর্বাদ লাভ করেছেন?