মাল্টায় প্রকাশকরা ট্র্যাক্ট ব্যবহার করে প্রচার করছেন

আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা জুন ২০১৬

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

T-33 ট্র্যাক্ট এবং অন্যান্য ট্র্যাক্ট অর্পণ করার ধারণা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার উদাহরণগুলো ব্যবহার করুন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবার উপর নির্ভর করুন এবং সদাচরণ করুন

গীতসংহিতার ৩৭ গীতে দেওয়া ব্যাবহারিক পরামর্শ কাজে লাগান।

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—শিক্ষা দেওয়ার জন্য ভিডিও ব্যবহার করে

পরিচর্যায় কেন আমাদের ভিডিও ব্যবহার করা উচিত? কীভাবে এগুলো আমাদের শিক্ষা দেওয়ার মানকে উন্নত করতে পারে?

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবা অসুস্থ ব্যক্তিদের ধরে রাখবেন

গীতসংহিতা ৪১ গীতে দায়ূদ অনুপ্রাণিত হয়ে যে-কথাগুলো লিখেছেন, সেগুলো সেই বিশ্বস্ত দাসদের শক্তিশালী করতে পারে, যারা অসুস্থতা কিংবা দুর্দশার মুখোমুখি হয়।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

যিহোবা ভগ্ন হৃদয়ের ব্যক্তিকে তুচ্ছ করেন না

গীতসংহিতার ৫১ গীতে দায়ূদ ব্যাখ্যা করেন, গুরুতর পাপ করার ফলে তিনি কতটা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কী তাকে ঈশ্বরের সঙ্গে পুনরায় উত্তম সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল?

খ্রিস্টীয় জীবনযাপন

ঈশ্বরের রাজ্য—রাজত্বের প্রথম ১০০ বছর

১৯১৪ সাল থেকে ঈশ্বরের রাজ্য কী সম্পাদন করেছে, তা আলোচনা করার জন্য এই প্রশ্নগুলো ব্যবহার করুন।

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

“সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর”

ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে গীতসংহিতা ৫৫:২২ পদে দায়ূদ যে-পরামর্শ দিয়েছেন, সেটা আমাদের যেকোনো সমস্যা, উদ্‌বিগ্নতা অথবা দুশ্চিন্তার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে।

খ্রিস্টীয় জীবনযাপন

“ঈশ্বর আমার সাহায্যকারী”

যিহোবা তাঁর বাক্য দিয়েছেন বলে দায়ূদ যিহোবার প্রশংসা করেছিলেন। বিভিন্ন সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্য বাইবেলের কোন শাস্ত্রপদগুলো আপনাকে সাহায্য করেছে?