নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে? (T-33 ট্র্যাক্ট, প্রচ্ছদ)
প্রশ্ন: কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে, তা হলে আপনি কী উত্তর দেবেন? অনেক ধর্মপ্রাণ ব্যক্তি বলে থাকে, ‘ঈশ্বর জগৎকে নিয়ন্ত্রণ করছেন।’ পবিত্র শাস্ত্র এই বিষয়ে কী বলে, আমি কি আপনাকে তা দেখাতে পারি?
শাস্ত্রপদ: ১যোহন ৫:১৯
অর্পণ: এই ট্র্যাক্ট থেকে আপনি আরও তথ্য জানতে পারবেন।
কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে? (T-33 ট্র্যাক্ট, পৃষ্ঠা ৪)
প্রশ্ন: অধিকাংশ লোক মনে করে, ঈশ্বর এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু, এটা যদি সত্যিই হতো, তা হলে পৃথিবীতে কি এত দুঃখকষ্ট থাকত? আমি কি আপনাকে একটা শাস্ত্রপদ দেখাতে পারি যে, ঈশ্বর যখন পৃথিবীকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবেন, তখন তিনি আমাদের জন্য কী করবেন বলে প্রতিজ্ঞা করেছেন?
শাস্ত্রপদ: গীত ৩৭:১০, ১১
অর্পণ: এই ট্র্যাক্টে তুলে ধরা হয়েছে, বর্তমানে কে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এবং ভবিষ্যতে আমাদের জন্য কোন আশা রয়েছে।
ট্র্যাক্ট
প্রশ্ন: এই প্রশ্নটা লক্ষ করুন। [ট্র্যাক্টের প্রথম পৃষ্ঠায় দেওয়া প্রশ্ন এবং সেটার সম্ভাব্য উত্তরগুলো পড়ুন।] আপনি কী মনে করেন?
শাস্ত্রপদ: [ট্র্যাক্টের ২ পৃষ্ঠায় দেওয়া কোনো শাস্ত্রপদ]
অর্পণ: আপনার জন্য এই শাস্ত্রপদের অর্থ যা হতে পারে, তা এই ট্র্যাক্টে তুলে ধরা হয়েছে।
নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন
আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন