জুন ১৩-১৯
গীতসংহিতা ৩৮-৪৪
গান ৪ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা অসুস্থ ব্যক্তিদের ধরে রাখবেন”: (১০ মিনিট)
গীত ৪১:১, ২—যারা দীনহীনদের জন্য চিন্তা করে, তারা ধন্য বা সুখী (প্রহরীদুর্গ ১৫ ১২/১৫ ২৪ অনু. ৭; প্রহরীদুর্গ ৯১ ১০/১ ১৪ অনু. ৬, ইংরেজি)
গীত ৪১:৩—যিহোবা ন্যায়নিষ্ঠ ব্যক্তিদের জন্য চিন্তা করেন, যারা অসুস্থ (প্রহরীদুর্গ ০৮ ৯/১৫ ৫ অনু. ১২-১৩)
গীত ৪১:১২—ভবিষ্যতের আশা একজন অসুস্থ ব্যক্তিকে ধৈর্য ধরতে সাহায্য করতে পারে (প্রহরীদুর্গ ১৫ ১২/১৫ ২৭ অনু. ১৮-১৯; প্রহরীদুর্গ ০৮ ১২/১৫ ৬ অনু. ১৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ৩৯:১, ২—কীভাবে আমরা আমাদের কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে পারি? (প্রহরীদুর্গ ০৯ ৫/১৫ ৪ অনু. ৫; প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ২০ অনু. ১২)
গীত ৪১:৯—কীভাবে যিশু দায়ূদের পরিস্থিতিকে নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন? (প্রহরীদুর্গ ১১ ৮/১৫ ১৩ অনু. ৫; প্রহরীদুর্গ ০৮ ৯/১৫ ৫ অনু. ১১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৪২:৬–৪৩:৫
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-33 ট্র্যাক্ট, প্রচ্ছদ।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-33 ট্র্যাক্ট, প্রচ্ছদ।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ২ অনু. ৪-৫—শেষে jw.org ওয়েবসাইটে ঈশ্বরের কি কোনো নাম আছে? শিরোনামের যে-ভিডিওটা রয়েছে, সেই বিষয়ে উল্লেখ করুন এবং সেটার কিছু অংশ দেখান।
খ্রিস্টীয় জীবনযাপন
পুরস্কারে তোমার চোখ রাখো!: (১৫ মিনিট) আলোচনা। jw.org ওয়েবসাইট থেকে Become Jehovah’s Friend—Keep Your Eyes on the Prize! (গান ২৪) শিরোনামের ভিডিওটা দেখান। (BIBLE TEACHINGS > CHILDREN দেখুন।) শুধু ভিডিও না দেখিয়ে বরং পুরো মণ্ডলী একত্রে যন্ত্রসংগীতের সঙ্গে সঙ্গে গানবই থেকে ২৪ সংখ্যার গানটা গাইবে এবং স্ক্রিনে শব্দ ছাড়া ইংরেজি ভিডিওটা চলতে থাকবে। এরপর, ভিডিওর সঙ্গে সম্পর্কযুক্ত “Compare: Life Now and in the Future” শিরোনামের আ্যক্টিভিটি নিয়ে আলোচনা করার জন্য এই প্রশ্নগুলো ব্যবহার করুন: পরমদেশে কোন পরিবর্তনগুলো হবে? আপনি কোন আশীর্বাদগুলো দেখার জন্য অপেক্ষা করে আছেন? কীভাবে আপনার আশা নিয়ে ধ্যান করা আপনাকে ধৈর্য ধরতে সাহায্য করতে পারে?—২করি ৪:১৮.
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৬ অনু. ৯-১৪, ২২০-২২১ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৬ এবং প্রার্থনা