জুন ২০-২৬
গীতসংহিতা ৪৫-৫১
গান ৫১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবা ভগ্ন হৃদয়ের ব্যক্তিকে তুচ্ছ করেন না”: (১০ মিনিট)
গীত ৫১:১-৪—দায়ূদ যিহোবার বিরুদ্ধে পাপ করেছেন বলে তীব্র অনুশোচনা করেন (প্রহরীদুর্গ ব্রোশার ১৭-১৮ অনু. ৯-১৩)
গীত ৫১:৭-৯—আনন্দ ফিরে পাওয়ার জন্য, যিহোবার কাছ থেকে দায়ূদের ক্ষমা লাভ করার প্রয়োজন হয় (প্রহরীদুর্গ ব্রোশার ১৯-২০ অনু. ১৮-২০)
গীত ৫১:১০-১৭—দায়ূদ জানেন, যিহোবা একজন প্রকৃত অনুতপ্ত ব্যক্তিকে ক্ষমা করেন (প্রহরীদুর্গ ১৫ ৬/১৫ ১৪ অনু. ৬; প্রহরীদুর্গ ব্রোশার ১৬-১৯ অনু. ৪-১৬)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ৪৫:৪—আমাদের সবচেয়ে বড়ো কোন সত্যের পক্ষসমর্থন করতে হবে? (প্রহরীদুর্গ ১৪ ২/১৫ ৫ অনু. ১১)
গীত ৪৮:১২, ১৩—এই শাস্ত্রপদ অনুসারে আমাদের কী করতে হবে? (প্রহরীদুর্গ ১৫ ৭/১৫ ৯ অনু. ১৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৪৯:১০–৫০:৬
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-33 ট্র্যাক্ট, পৃষ্ঠা ৪
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-33 ট্র্যাক্ট, পৃষ্ঠা ৪
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ৩ অনু. ১—শেষে jw.org ওয়েবসাইটে বাইবেলের গ্রন্থকার কে? শিরোনামের যে-ভিডিওটা রয়েছে, সেই বিষয়ে উল্লেখ করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“ঈশ্বরের রাজ্য—রাজত্বের প্রথম ১০০ বছর”: (১৫ মিনিট) প্রশ্নোত্তর। শুরুতে jw.org ওয়েবসাইট থেকে ঈশ্বরের রাজ্য—রাজত্বের প্রথম ১০০ বছর শিরোনামের ভিডিওটা এর ভূমিকা থেকে “এক দিনে শিক্ষা লাভ করা” বিভাগের আগে পর্যন্ত দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৬ অনু. ১৫-২২, ২২২ পৃষ্ঠায় দেওয়া বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৩ এবং প্রার্থনা