খ্রিস্টীয় জীবনযাপন
ঈশ্বরের রাজ্য —রাজত্বের প্রথম ১০০ বছর
যারা ঈশ্বরের রাজ্যের প্রজা হওয়ার জন্য আকাঙ্ক্ষী, তাদেরকে এই রাজ্য এবং এটা যা-কিছু সম্পাদন করেছে, সেই সম্বন্ধে যতটুকু সম্ভব জানা উচিত। কেন? এটা তাদের এই বিশ্বাসকে শক্তিশালী করবে যে, ঈশ্বরের রাজ্য শাসন করছে। এর পাশাপাশি এটা তাদের হৃদয়কে নাড়া দেবে যেন তারা ঈশ্বরের রাজ্যের সুসমাচার সম্বন্ধে অন্যদের জানায়। (গীত ৪৫:১; ৪৯:৩) ঈশ্বরের রাজ্য—রাজত্বের প্রথম ১০০ বছর শিরোনামের ভিডিওটা দেখার সময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন:
১. যারা “ফটো-ড্রামা অভ্ ক্রিয়েশন” দেখেছিল, তাদের জন্য কেন সেটা এক আশীর্বাদ স্বরূপ ছিল?
২. কীভাবে রেডিও ব্যবহার করে লোকেদের সুসমাচার জানানো হয়েছিল?
৩. সুসমাচার প্রচার করার জন্য অন্যান্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এবং এর ফলাফল কী হয়েছিল?
৪. সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে পরিচর্যার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আরও উন্নত হয়েছে?
৫. গিলিয়েড স্কুলের ছাত্রদের কোন ব্যাবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল?
৬. কীভাবে বিভিন্ন সম্মেলনের মাধ্যমে যিহোবার লোকেরা শিক্ষা লাভ করেছে?
৭. ঈশ্বরের রাজ্য যে শাসন করছে, এই বিষয়ে আপনি কোন প্রমাণ লাভ করেছেন?
৮. কীভাবে আমরা দেখাতে পারি, আমরা ঈশ্বরের রাজ্যকে সমর্থন করি?