যিহোবা ভগ্ন হৃদয়ের ব্যক্তিকে তুচ্ছ করেন না
গীতসংহিতার ৫১ গীতের রচয়িতা হলেন দায়ূদ। বৎশেবার সঙ্গে সম্পর্কযুক্ত দায়ূদের গুরুতর পাপ সম্বন্ধে ভাববাদী নাথন তাকে বলার পর, তিনি এই গীত রচনা করেন। দায়ূদের বিবেক তাকে দংশন করে এবং তিনি নম্রভাবে পাপ স্বীকার করেন।—২শমূ ১২:১-১৪.
দায়ূদ পাপ করেন কিন্তু পুনরায় যিহোবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভবপর হয়
-
অনুতপ্ত হয়ে পাপ স্বীকার করার আগে, দায়ূদ বিবেকের দংশনে ভোগেন
-
যিহোবার অনুমোদন না থাকায় তিনি এতটাই কষ্ট অনুভব করেন, যেমনটা একজন ব্যক্তির অস্থি চূর্ণ হলে করে থাকেন
-
তিনি ক্ষমা লাভ করার, ঈশ্বরের সঙ্গে পুনরায় উত্তম সম্পর্ক গড়ে তোলার এবং আগের আনন্দ ফিরে পাওয়ার জন্য আকুল আকাঙ্ক্ষী হন
-
তিনি নম্রভাবে যিহোবার কাছে বিনতি করেন, যেন যিহোবা তাকে বাধ্যতা গড়ে তোলার জন্য ইচ্ছুক মনোভাব দান করেন
-
তিনি নিশ্চিত, যিহোবা তাকে ক্ষমা করবেন