জুন ২৭-জুলাই ৩
গীতসংহিতা ৫২-৫৯
গান ৩৮ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর”: (১০ মিনিট)
গীত ৫৫:২, ৪, ৫, ১৬-১৮—দায়ূদ জীবনে বিভিন্ন সময়ে চরম উদ্বিগ্নতার মুখোমুখি হন (প্রহরীদুর্গ ০৬ ৬/১ ১১ অনু. ৩; প্রহরীদুর্গ ৯৬ ৪/১ ২৭ অনু. ২)
গীত ৫৫:১২-১৪—দায়ূদের ছেলে এবং তার একজন বিশ্বস্ত বন্ধু তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন (প্রহরীদুর্গ ০৬ ৬/১ ১১ অনু. ৩; প্রহরীদুর্গ ৯৬ ৪/১ ২৯ অনু. ৬)
গীত ৫৫:২২—দায়ূদ যিহোবার সাহায্য লাভ করার বিষয়ে আস্থা প্রকাশ করেন (প্রহরীদুর্গ ০৮ ৩/১৫ ১৩ অনু. ৯; প্রহরীদুর্গ ০৬ ৬/১ ১১ অনু. ৪; প্রহরীদুর্গ ৯৯ ৩/১৫ ২২-২৩)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ৫৬:৮—“আমার নেত্রজল তোমার কুপাতে রাখ,” এই অভিব্যক্তির অর্থ কী? (প্রহরীদুর্গ ০৯ ৬/১ ২৯ অনু. ১, ইংরেজি; প্রহরীদুর্গ ০৮ ১০/১ ২৬ অনু. ৩, ইংরেজি; প্রহরীদুর্গ ০৫ ৮/১ ২৪ অনু. ১৫)
গীত ৫৯:১, ২—দায়ূদের অভিজ্ঞতা থেকে প্রার্থনা সম্বন্ধে আমরা কী শিখি? (প্রহরীদুর্গ ০৮ ৩/১৫ ১৪ অনু. ১৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৫২:১–৫৩:৬
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) যেকোনো একটা ট্র্যাক্ট অর্পণ করুন। পিছনের পৃষ্ঠায় দেওয়া কিউআর কোড দেখান অথবা jw.org ওয়েবসাইট সম্বন্ধে বলুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ট্র্যাক্ট নিয়েছেন এমন কারো সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেটার নমুনা তুলে ধরুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ৩ অনু. ২-৩—শেষে jw.org ওয়েবসাইটে কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য? শিরোনামের যে-ভিডিওটা রয়েছে, সেই বিষয়ে উল্লেখ করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
স্থানীয় প্রয়োজন: (৭ মিনিট)
“ঈশ্বর আমার সাহায্যকারী”: (৮ মিনিট) আলোচনা। প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো আলোচনা করার সময় ভাই-বোনদের যতটা সম্ভব বেশি মন্তব্য করার সুযোগ দিন, যেন তাদের ব্যক্তিগত মন্তব্য থেকে সকলে উপকার লাভ করতে পারে। (রোমীয় ১:১২) সমস্যার মুখোমুখি হলে ঈশ্বরের বাক্য থেকে সাহায্য লাভ করার জন্য প্রকাশকদের গবেষণা নির্দেশিকা ব্যবহার করতে উৎসাহিত করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৭ অনু. ১-১০
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫৪ এবং প্রার্থনা