সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ২৭-জুলাই ৩

গীতসংহিতা ৫২-৫৯

জুন ২৭-জুলাই ৩
  • গান ৩৮ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) যেকোনো একটা ট্র্যাক্ট অর্পণ করুন। পিছনের পৃষ্ঠায় দেওয়া কিউআর কোড দেখান অথবা jw.org ওয়েবসাইট সম্বন্ধে বলুন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ট্র্যাক্ট নিয়েছেন এমন কারো সঙ্গে কীভাবে পুনর্সাক্ষাৎ করা যায়, সেটার নমুনা তুলে ধরুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ৩ অনু. ২-৩—শেষে jw.org ওয়েবসাইটে কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য? শিরোনামের যে-ভিডিওটা রয়েছে, সেই বিষয়ে উল্লেখ করুন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৬

  • স্থানীয় প্রয়োজন: (৭ মিনিট)

  • ঈশ্বর আমার সাহায্যকারী”: (৮ মিনিট) আলোচনা। প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো আলোচনা করার সময় ভাই-বোনদের যতটা সম্ভব বেশি মন্তব্য করার সুযোগ দিন, যেন তাদের ব্যক্তিগত মন্তব্য থেকে সকলে উপকার লাভ করতে পারে। (রোমীয় ১:১২) সমস্যার মুখোমুখি হলে ঈশ্বরের বাক্য থেকে সাহায্য লাভ করার জন্য প্রকাশকদের গবেষণা নির্দেশিকা ব্যবহার করতে উৎসাহিত করুন।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৭ অনু. ১-১০

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৫৪ এবং প্রার্থনা