জুন ৬-১২
গীতসংহিতা ৩৪-৩৭
গান ১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিহোবার উপর নির্ভর করুন এবং সদাচরণ করুন”: (১০ মিনিট)
গীত ৩৭:১, ২—অধর্মচারীদের বাহ্যিক সাফল্যের প্রতি নয় বরং যিহোবার সেবার প্রতি মনোযোগ দিন (প্রহরীদুর্গ ০৩ ১২/১ ৯-১০ অনু. ৩-৬)
গীত ৩৭:৩-৬—যিহোবার উপর নির্ভর করুন, সদাচরণ করুন এবং আশীর্বাদ লাভ করুন (প্রহরীদুর্গ ০৩ ১২/১ ১০-১২ অনু. ৭-১৫)
গীত ৩৭:৭-১১—যিহোবা সমস্ত দুষ্টতা দূর না করা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন (প্রহরীদুর্গ ০৩ ১২/১ ১৩ অনু. ১৬-২০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ৩৪:১৮—‘ভগ্নচিত্ত’ ও ‘চূর্ণমনা’ ব্যক্তিদের যিহোবা কীভাবে সাহায্য করেন? (প্রহরীদুর্গ ১১ অক্টোবর-ডিসেম্বর ১২)
গীত ৩৪:২০—কীভাবে এই ভবিষ্যদ্বাণী যিশুর ক্ষেত্রে পরিপূর্ণ হয়েছিল? (প্রহরীদুর্গ ১৩ ১২/১৫ ২১ অনু. ১৯)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৩৫:১৯–৩৬:১২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। প্রকাশকদের নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য উৎসাহিত করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—শিক্ষা দেওয়ার জন্য ভিডিও ব্যবহার করে”: (১৫ মিনিট) আলোচনা। “যেভাবে এটা করা যায়” উপশিরোনামের নীচে দেওয়া বিষয়গুলো তুলে ধরার জন্য jw.org ওয়েবসাইট থেকে বাইবেলের গ্রন্থকার কে? শিরোনামের ভিডিওটা ব্যবহার করুন। (প্রকাশনাদি > বই এবং ব্রোশার দেখুন। তারপর সুসমাচার ব্রোশার খুঁজে বের করুন। ভিডিওটা “সুসমাচার কি আসলেই ঈশ্বরের কাছ থেকে?” শিরোনামের যে-পাঠ রয়েছে, সেটার অধীনে পাওয়া যাবে।)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) ‘ঈশ্বরের প্রেম’ অধ্যায় ১৬ অনু. ১-৮
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৭ এবং প্রার্থনা