যিহোবার উপর নির্ভর করুন এবং সদাচরণ করুন
“অধর্ম্মাচারীদের প্রতি ঈর্ষা করিও না”
-
দুষ্ট লোকেদের ক্ষণস্থায়ী সাফল্য দেখে যিহোবার সেবা থেকে দূরে সরে যাবেন না। যিহোবার কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ এবং আধ্যাত্মিক লক্ষ্যগুলোর উপর আপনার মনোযোগ বজায় রাখুন
“সদাপ্রভুতে নির্ভর রাখ, সদাচরণ কর”
-
যেকোনো সন্দেহ দেখা দিলে অথবা উদ্বিগ্নতার মুখোমুখি হলে যিহোবা যে আপনাকে সাহায্য করবেন, সেই বিষয়ে আস্থা রাখুন। যিহোবা আপনাকে বিশ্বস্ততা বজায় রাখার জন্য শক্তি জোগাবেন
-
ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করার কাজে ব্যস্ত থাকুন
“সদাপ্রভুতে আমোদ কর”
-
যিহোবাকে আরও ভালোভাবে জানার লক্ষ্য নিয়ে ঈশ্বরের বাক্য পড়ার এবং তা নিয়ে ধ্যান করার জন্য সময় আলাদা করে রাখুন
“তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর”
-
এই বিষয়ে পূর্ণ আস্থা রাখুন, যিহোবা আপনাকে যেকোনো সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবেন
-
বিরোধিতা ও তাড়নার সময় অথবা আমাদের সম্বন্ধে যখন ভুল তথ্য রটানো হয়, সেই সময় উত্তম আচরণ বজায় রাখুন
“সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক”
-
তাড়াহুড়ো করে এমন কাজ করবেন না, যা আপনার আনন্দ কেড়ে নিতে ও সেইসঙ্গে যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করে দিতে পারে
“মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে”
-
মৃদুতা দেখিয়ে চলুন এবং আপনি যে-অবিচারগুলো ভোগ করছেন, সেগুলো যিহোবা দূর না করা পর্যন্ত তাঁর অপেক্ষায় থাকুন
-
সহবিশ্বাসীদের সাহায্য করুন এবং ঈশ্বরের আসন্ন নতুন জগতের প্রতিজ্ঞার বিষয়ে বলার মাধ্যমে হতাশাগ্রস্ত ব্যক্তিদের সান্ত্বনা দিন