সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জুন ১১-১৭

লূক ১

জুন ১১-১৭
  • গান ৩ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • মরিয়মের নম্রতা অনুকরণ করুন”: (১০ মিনিট)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • লূক ১:৬৯—“পরিত্রাণের এক শৃঙ্গ” কথাটার অর্থ কী? (“পরিত্রাণের এক শৃঙ্গ” স্টাডি নোট—লূক ১:৬৯, nwtsty)

    • লূক ১:৭৬—কোন অর্থে যোহন বাপ্তাইজক ‘প্রভুর সম্মুখে চলিবেন [‘যিহোবার আগে আগে চলবেন,’ NW]’? (“তুমি যিহোবার আগে আগে চলবে” স্টাডি নোট—লূক ১:৭৬, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) লূক ১:৪৬-৬৬

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।

  • প্রথম পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।

  • দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১৩

  • স্থানীয় প্রয়োজন: (৮ মিনিট) যদি চান, তা হলে ২০১৮ সালের বার্ষিক শাস্ত্রপদের উপর যে-তথ্য রয়েছে, তা পুনরালোচনা করতে পারেন। (প্রহরীদুর্গ ১৮.০১ ৮-৯ অনু. ৪-৭)

  • সাংগঠনিক সাফল্য: (৭ মিনিট) জুন মাসের জন্য নির্ধারিত সাংগঠনিক সাফল্য  ভিডিওটা দেখান।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন  অধ্যায় ১৮ অনু. ৯-১৯

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৫৪ এবং প্রার্থনা