সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

বাবা-মায়েরা, সন্তানদের সফল হওয়ার জন্য সর্বোত্তম সুযোগ দিন

বাবা-মায়েরা, সন্তানদের সফল হওয়ার জন্য সর্বোত্তম সুযোগ দিন

ঈশ্বরভয়শীল বাবা-মায়েরা তাদের সন্তানদের যিহোবার বিশ্বস্ত দাস হতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এক্ষেত্রে বাবা-মায়েরা ছোটোবেলা থেকে তাদের সন্তানদের হৃদয়ে বাইবেলের বিভিন্ন শিক্ষা গেঁথে দেওয়ার মাধ্যমে তাদের সাহায্য করতে পারেন। (দ্বিতীয় ৬:৭; হিতো ২২:৬) এর জন্য কি আত্মত্যাগ করা প্রয়োজন? অবশ্যই! কিন্তু, সেই প্রচেষ্টা সার্থক হবে।—৩যোহন ৪.

যোষেফ ও মরিয়মের কাছ থেকে বাবা-মায়েরা অনেক কিছু শিখতে পারেন। তারা “প্রতিবৎসর নিস্তারপর্ব্বের সময়ে যিরূশালেমে যাইতেন,” এমনকী যদিও এর জন্য প্রচেষ্টা ও অনেক অর্থ ব্যয় করতে হতো। (লূক ২:৪১) নিশ্চিতভাবেই, যে-বিষয়টা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা হল, তাদের পরিবার যেন যিহোবার আরও নিকটবর্তী হতে পারে। একইভাবে, বর্তমানে বাবা-মায়েরা তাদের কথা ও উদাহরণের সাহায্যে সন্তানদের শিক্ষা দেওয়ার প্রতিটা সুযোগের সদ্‌ব্যবহার করার মাধ্যমে, সন্তানদের সঠিক দিকে নির্দেশনা দিতে পারেন।—গীত ১২৭:৩-৫.

তারা প্রতিটা সুযোগের সদ্‌ব্যবহার করেছিলেন  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন:

  • কীভাবে জন ও শ্যারন শিলার তাদের সন্তানদের বড়ো করে তোলার সময় যিহোবার সেবাকে প্রথমে রেখেছিলেন?

  • কেন বাবা-মায়েদের তাদের প্রত্যেক সন্তানের প্রয়োজন অনুযায়ী তাকে শাসন করতে হবে?

  • কীভাবে বাবা-মায়েরা তাদের সন্তানদের বিশ্বাসের পরীক্ষার সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে পারেন?

  • যিহোবার বন্ধু হয়ে ওঠার ক্ষেত্রে সন্তানদের সাহায্য করার জন্য আপনারা যিহোবার সংগঠনের জোগানো কোন কোন হাতিয়ার ব্যবহার করেছেন?

আপনাদের পরিবারে যিহোবার সেবাকে অগ্রাধিকার দিন