সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

সামাজিক যোগাযোগের মাধ্যম​—⁠ফাঁদগুলো এড়িয়ে চলুন

সামাজিক যোগাযোগের মাধ্যম​—⁠ফাঁদগুলো এড়িয়ে চলুন

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আমরা ব্যবহার করি এমন অধিকাংশ বিষয়ের মতো, সামাজিক যোগাযোগের মাধ্যম (সোশ্যাল নেটওয়ার্ক) উপকারী অথবা অপকারী হতে পারে। কোনো কোনো খ্রিস্টান সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করেন না। অন্যেরা তাদের পরিবার ও বন্ধুবান্ধবের সংস্পর্শে থাকার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করেন। কিন্তু, দিয়াবল চায় যেন আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে অবিচক্ষণ হই, যা আমাদের সুনাম ও যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করতে পারে। বিপদ শনাক্ত করার ও সেগুলো এড়িয়ে চলার জন্য আমরা যিশুর মতো ঈশ্বরের বাক্য থেকে বিভিন্ন নীতি কাজে লাগাতে পারি।—লূক ৪:৪, ৮, ১২.

যে-সমস্ত ফাঁদ এড়িয়ে চলতে হবে:

  • সামাজিক যোগাযোগের মাধ্যম অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার পিছনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো, যিহোবার জন্য আমরা যতটুকু সময় ব্যয় করতে চাই, তা থেকে সময় কেড়ে নিতে পারে

    বাইবেলের নীতি: ইফি ৫:১৫, ১৬; ফিলি ১:১০

  • আপত্তিজনক বিষয় দেখা। যৌন উদ্দীপক ছবি দেখা পর্নোগ্রাফি অথবা অনৈতিকতার প্রতি আসক্ত হয়ে পড়ার দিকে পরিচালিত করতে পারে। ধর্মভ্রষ্ট ব্যক্তিদের লেখা বিষয়বস্তু অথবা ব্লগ পড়ার কারণে একজন ব্যক্তির বিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে

    বাইবেলের নীতি: মথি ৫:২৮; ফিলি ৪:৮

  • অনুপযুক্ত মন্তব্য অথবা ছবি পোস্ট করা। যেহেতু হৃদয় হল বঞ্চক, তাই একজন ব্যক্তি হয়তো সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমে অনুপযুক্ত মন্তব্য অথবা ছবি পোস্ট করার জন্য প্ররোচিত হতে পারেন। কিন্তু, এটা একজন ব্যক্তির সুনাম নষ্ট করতে পারে অথবা তার বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে

    বাইবেলের নীতি: রোমীয় ১৪:১৩; ইফি ৪:২৯

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে বিচক্ষণ হও  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর কীভাবে নীচের ছবিতে তুলে ধরা পরিস্থিতি এড়ানো যায় তা পুনরালোচনা করুন: