সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

খ্রিস্টের পদচিহ্ন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করুন

খ্রিস্টের পদচিহ্ন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করুন

বিশেষভাবে আমরা যখন পরীক্ষা অথবা তাড়নার মুখোমুখি হই, সেই সময়ে আমরা যাতে যিশুকে অনুকরণ করতে পারি, সেইজন্য তিনি এক উদাহরণ স্থাপন করেছেন। (১পিতর ২:২১-২৩) যদিও যিশু অপমানিত হয়েছিলেন কিন্তু তিনি কখনোই, এমনকী কষ্টভোগ করার সময়ও, প্রতিশোধ নেননি। (মার্ক ১৫:২৯-৩২) কোন বিষয়টা তাঁকে সেই পরিস্থিতি সহ্য করতে সাহায্য করেছিল? তিনি যিহোবার ইচ্ছা পালন করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন। (যোহন ৬:৩৮) এ ছাড়া, তিনি “আপনার সম্মুখস্থ আনন্দের” উপর মনোযোগ কেন্দ্রীভূত রেখেছিলেন।—ইব্রীয় ১২:২.

আমাদের বিশ্বাসের কারণে যখন আমাদের প্রতি দুর্ব্যবহার করা হয়, তখন আমরা কেমন প্রতিক্রিয়া দেখাই? সত্য খ্রিস্টানরা “মন্দের পরিশোধে . . . মন্দ” করে না। (রোমীয় ১২:১৪, ১৭) খ্রিস্ট যেভাবে কষ্ট সহ্য করেছিলেন আমরা যখন তা অনুকরণ করি, তখন আমরা আনন্দিত হতে পারি কারণ আমাদের উপর ঈশ্বরের অনুমোদন রয়েছে।—মথি ৫:১০-১২; ১পিতর ৪:১২-১৪.

যিহোবার নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ  শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন:

  • বোন পোটসিঙার * যখন নির্জন কারাবাসে ছিলেন, তখন তিনি সেই সময়টা কীভাবে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করেছিলেন?

  • ভাই ও বোন পোটসিঙার বিভিন্ন কনসেনট্রেশন ক্যাম্পে থাকার সময় কোন ধরনের কষ্ট সহ্য করেছিলেন?

  • কী তাদের সেই কষ্ট সহ্য করতে সাহায্য করেছে?

কষ্টভোগ করার সময়, খ্রিস্টের পদচিহ্ন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করুন

^ অনু. 6 নামটা পোয়েটজিঙ্গার হিসেবেও উচ্চারণ করা হয়।